দুর্গাপুরে হয়ে গেল তিন দিনের ‘সহচরী’ মেলা
দুর্গাপুর: স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে দুর্গাপুরের ২৪ নম্বর ওয়ার্ডের এমএমসি জগন্নাথ মন্দিরের মাঠে ‘সহচরী’ মেলার আয়োজন করা হয়েছিল। হাতে ভাজা মুড়ি, ঢেঁকি ছাঁটা চাল দিয়ে তৈরি পিঠেপুলি, মিষ্টান্ন, জামা কাপড়, শীতের পোশাক সহ নানা সামগ্রী বিক্রি হয়েছে মেলায়। মোট ৬০টি স্টল ছিল। ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রাক্তন কাউন্সিলর লাভলি রায়ের উদ্যোগে আয়োজিত এই মেলায় ওয়ার্ডের ৬৫টি গোষ্ঠীর মধ্যে ৬০টি গোষ্ঠী যোগ দিয়েছিল। তিন দিনের মেলা শেষ হল মঙ্গলবার রাতে।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।


