ফরিদপুরে জাল লটারি চক্রের পর্দাফাঁস, গ্রেফতার ২
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের ফরিদপুর (লাউদোহা) থানার তিলাবনি মোড় থেকে বুধবার সন্ধ্যায় জাল লটারির টিকিট বিক্রির অভিযোগে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা—শেখ আলি হোসেন ও সমর বাউড়ি—উভয়েই স্থানীয় তিলাবনি গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার তাদের দুর্গাপুর আদালতে পেশ করা হলে বিচারক জামিন আবেদন খারিজ করে ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
পুলিশ সূত্রে জানা গেছে, কমিশনারেটের গোয়েন্দা বিভাগ ও রাজ্য গোয়েন্দা বিভাগ গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে এলাকায় একটি জাল লটারি চক্র সক্রিয়। ‘নাগাল্যান্ড স্টেট লটারি’ এবং ‘ড্রিমল্যান্ড স্টেট লটারির’ নামে জাল টিকিট ছাপিয়ে বিক্রি করা হচ্ছে। তদন্তে জানা যায়, এই লটারির জন্য আসলে কোনও ‘ড্র’ হয় না। কোনও ক্রেতা কখনও পুরষ্কারও পায়নি। টিকিট বিক্রির নাম করে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার পরিকল্পনা ছাড়া আর কিছু নয়।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
বুধবার সন্ধ্যায় তিলাবানি মোড়ের একটি লটারির দোকানে অভিযান চালায় পুলিশ। সেই সময় দুই অভিযুক্তকে গ্রাহকদের কাছে জাল টিকিট বিক্রি করতে দেখা যায়। পুলিশ প্রচুর পরিমাণে জাল লটারির টিকিট এবং অন্যান্য উপকরণ বাজেয়াপ্ত করে। টিকিটের উপরে লেখা ছিল, ড্র হবে ৩ ডিসেম্বর, ২০২৫- রাত ৮টা। পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা ভালোভাবেই জানত যে তারা যে টিকিট বিক্রি করছে তা অবৈধ এবং জাল, তবুও তারা লাভের জন্য জনসাধারণ এবং সরকারের সাথে প্রতারণা চালিয়ে যায়। পুলিশ জানিয়েছে, তাদের জেরা করে আর কে বা কারা তাদের সঙ্গে যুক্ত, তার খোঁজ করা হবে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)


