দুর্গাপুর মেডিকেল ছাত্রী ধ*র্ষ*ণ কাণ্ডে টিআই প্যারেড হবে শুক্রবার

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের মেডিকেল কলেজের ছাত্রী ধ*র্ষ*ণের মামলায় অভিযুক্তদের জামিন না মঞ্জুর করলেন বিচারক। তাদের জেল হাজতে পাঠাবার নির্দেশ দেওয়া হয়। ২৭ অক্টোবর ফের তাদের আদালতে তোলা হবে। তার আগে ২৪ অক্টোবর তাদের টিআই প্যারেড হবে। সহপাঠী বাদে ৫ জনকে সেদিন নির্যাতিতার মুখোমুখি করা হবে। নির্যাতিতা তাদের সনাক্ত করবেন।
মেডিকেল কলেজের ছাত্রী ধ*র্ষ*ণের মামলায় বিজড়া গ্রামের ফিরদৌস শেখ, রিয়াজউদ্দিন শেখ, অপু বাউরি, নাসিরুদ্দিন শেখ, সফিক শেখকে গ্রেফতার করা হয়। এছাড়া গ্রেফতার করা হয় নির্যাতিতার সহপাঠী মালদহের কালিয়াচকের ওয়াসিফ আলিকে। তাদের সবাইকে প্রথমে ২২ অক্টোবর পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক। এদের মধ্যে দু’জন শেখ রিয়াজউদ্দিন ও শেখ সফিক মঙ্গলবার দুর্গাপুর আদালতে গোপন জবানবন্দি দেয়। তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
বুধবার নিউ টাউনশিপ থানা থেকে নাসিরুদ্দিন শেখ, ফিরদৌস শেখ, অপু বাউড়ি এবং সহপাঠী ওয়াসিফ আলিকে ফের আদালতে তোলে পুলিশ। ওয়াসিফের হয়ে একজন আইনজীবী তার জামিনের আবেদন জানান। কিন্তু সরকার পক্ষের আইনজীবী তার বিরোধিতা করেন। বাকিদের হয়ে স্টেট লিগ্যাল সার্ভিসেস অথরিটির পক্ষ থেকে আইনজীবী পূজা কুড়মি দাঁড়ান। বিচারক সবারই জামিন নাকচ করে জেল হাজতে পাঠিয়ে দেন। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )