প্যান-আধার যোগ ছাড়া আয়কর রিফান্ড মিলবে না
দুর্গাপুর দর্পণ ডেস্ক, ৩০ মার্চ ২০২৩: প্যান এবং আধারের (PAN-Aadhar) সংযোগের সময়সীমা বাড়িয়েছে কেন্দ্র সরকার। কেন্দ্রীয় সংস্থা সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস জানিয়েছে, আধারের সঙ্গে প্যানের সংযুক্তি না হলে সংশ্লিষ্ট প্যান নম্বর অকেজো হয়ে যাবে। ফলে করদাতারা কর রিফান্ডের সুযোগ পাবেন না। রিফান্ডের উপর আয়কর দফতর সুদ প্রদান করে। প্যান নম্বর অকেজো হয়ে গেলে রিফান্ড…