সাট্টার প্রতিবাদ করতে গিয়ে দুর্গাপুরে আক্রান্ত সিপিএম নেতা!

সাট্টার প্রতিবাদ করতে গিয়ে দুর্গাপুরে আক্রান্ত সিপিএম নেতা!
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

রাতে বাইক গ্যাংয়ের হুমকি, অভিযোগ সিপিএম নেতার

সুজয় ভট্টাচার্য, দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: সাট্টার প্রতিবাদ করতে গিয়ে দুর্গাপুরে আক্রান্ত সিপিএম নেতা! রবিবার রাতে ঘটনাটি ঘটে পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার এমএএমসি বি-টু এলাকায়। সিপিএমের জেলা কমিটির সদস্য রাকেশ শর্মার দাবি, রাতে দলীয় কর্মসূচী সেরে বাড়ি ফেরার সময় তিনি দেখেন, রাস্তায় বাইক দাঁড় করিয়ে একদল যুবক পাশের ঘুপচি ঘরে সাট্টার আসর বসিয়েছে। তিনি প্রতিবাদ করায় তাঁকে ভিতরে ঢুকিয়ে মোবাইল কেড়ে নিয়ে বেধড়ক মারধর করা হয়।

(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472) 

তিনি বলেন, ওই যুবকেরাই পুলিশকে খবর দেয়। পুলিশ এলে তাদের সামনে দিয়ে বেরিয়ে যায় ওরা। পুলিশ কিছু করল না। তৃণমূলের নেতাদের প্রশ্রয়ে এবং পুলিশের ছত্রছায়ায় এই কারবার চলছে। আগে লিখিত অভিযোগ করেছিলাম। আমাকে মারতে মারতে ওরা বলছিল, এটা তৃণমূলের আমল। সিপিএম নেতার খবরদারি মানব না। রাতে সাড়ে ১২টা নাগাদ আমার বাড়ির সামনে বাইক বাহিনী ভয় দেখাতে এসেছিল। আমি এর শেষ দেখে ছাড়ব।” তৃণমূল নেতৃত্ব সাট্টার সঙ্গে তাঁদের যোগাযোগের অভিযোগ ভিত্তিহীন বলে জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ পেলে তদন্ত করা হবে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

Published By
error: Content is protected !!