কুলডিহার কাছে মর্মান্তিক দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় মৃত্যু ২৪ বছরের যুবকের

কুলডিহার কাছে মর্মান্তিক দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় মৃত্যু ২৪ বছরের যুবকের
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

বেপরোয়া ডাম্পার, যুবকের মৃত্যুর পর তীব্র জনরোষ

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের কাঁকসার কুলডিহা থেকে স্কুটি চালিয়ে বাড়ি ফিরছিলেন রূপগঞ্জের কাঁকসা এলাকার বাসিন্দা সোমনাথ ঘোষ (২৪)। বাড়ি পৌঁছনোর আগেই ঘটল মর্মান্তিক দুর্ঘটনা। মুচিপাড়ার দিক থেকে আসা একটি খালি ডাম্পার হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে সোজা ধাক্কা মারে সোমনাথের স্কুটিতে। গুরুতর জখম হন তিনি।

তড়িঘড়ি স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নিয়ে যান দুর্গাপুর মহকুমা হাসপাতালে। সেখানে মৃত বলে ঘোষণা করা হয় ২৪ বছরের ওই যুবককে। খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে রূপগঞ্জ এলাকায়। এদিকে দুর্ঘটনার পরেই ডাম্পারের চালক এবং খালাসি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাঁদের গ্রেফতারের দাবিতে উত্তেজিত জনতা প্রায় দুই ঘণ্টা ধরে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন। উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।

(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)

অবশেষে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার বিশাল পুলিশ বাহিনী। সঙ্গে ছিল কমব্যাট ফোর্সও। পুলিশের আশ্বাসে ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। ডাম্পারটি আটক করেছে পুলিশ এবং পলাতক চালক-খালাসির সন্ধানে জোরদার তল্লাশি শুরু হয়েছে বলে জানানো হয়েছে। স্থানীয়দের দাবি, ওই রাস্তায় দ্রুতগতির ডাম্পার চলাচলের জন্য প্রায়ই দুর্ঘটনা ঘটে। অবিলম্বে ট্রাফিক নজরদারি বাড়ানোরও দাবি তুলেছেন তাঁরা। সোমনাথের আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার-পরিজন থেকে বন্ধুরা—সবারই একটাই প্রশ্ন, “এভাবে আর কত প্রাণ যাবে বেপরোয়া ডাম্পারের দাপটে?” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

Published By
error: Content is protected !!