পিকনিক মরশুমে বাড়ছে বিপদ, পরিযায়ী ও বন্যপ্রাণী সুরক্ষায় বিশেষ ব্যবস্থা দুর্গাপুরে

পিকনিক মরশুমে বাড়ছে বিপদ, পরিযায়ী ও বন্যপ্রাণী সুরক্ষায় বিশেষ ব্যবস্থা দুর্গাপুরে
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

বনবিভাগের নির্দেশ—‘জঙ্গলে আগুন নয়, দূষণ নয়’

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: শীতের আগমনে পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুর শিল্পাঞ্চলের প্রাকৃতিক বনাঞ্চলগুলি আবারও ভরে উঠেছে পরিযায়ী পাখির ভিড়ে। তাছাড়া, বরাবরের ময়ূর, ময়ূরী, হরিণসহ আরও অনেক বন্যপ্রাণী তো রয়েছেই। নিকষ সবুজের মাঝে তাদের অবাধ বিচরণে জঙ্গলের সৌন্দর্য বেড়ে যায় কয়েকগুণ। তবে শীতকাল মানেই আবার পিকনিকের মৌসুম। প্রতিবছরই এই সময় শহরের আশপাশের বনাঞ্চলে মানুষের ভিড় বাড়ে। পিকনিকের ঢল নামলেই বাড়ে শব্দদূষণ, আগুন লাগার আশঙ্কা। বন্যপ্রাণীর দৈনন্দিন জীবনে ব্যাঘাত ঘটে।

(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472) 

এই পরিস্থিতিতে পরিযায়ী পাখি ও বনের প্রাণীদের সুরক্ষায় বনদফতর ইতিমধ্যেই সক্রিয় হয়েছে। পশ্চিম বর্ধমানের বন দফতরের আধিকারিকেরা জানিয়েছেন, “প্রতিবছরের মতো এ বছরও পরিযায়ী পাখিদের জন্য বিশেষ নজরদারি ও সহায়তার ব্যবস্থা করা হবে। বনাঞ্চলে আগুন প্রতিরোধ ও দূষণ রোধে ব্যাপক প্রচার চালাব। পিকনিকের জায়গাগুলিতে সচেতনতা বাড়ানো হবে, যাতে কোনওভাবেই জঙ্গলে আগুন না লাগে এবং পরিবেশ দূষিত না হয়। পাখিদের সুরক্ষার জন্য বিশেষ টিম সতর্ক থাকবে, যাতে কেউ তাদের ক্ষতি করতে না পারে।”

তাঁরা আরও বলেন, “বিভিন্ন এনজিও প্রতি বছর আমাদের সঙ্গে মিলিতভাবে প্রচার অভিযান চালায়। এ বছরও সেই কাজ খুব শিগগিরই শুরু হবে। শীতকাল এলেই আমরা এই ধরণের পদক্ষেপ নিই, এবং এবারেও তার ব্যতিক্রম হবে না।” শীতের আমেজ, পরিযায়ী পাখির কলতান আর বন দফতরের সক্রিয় উদ্যোগ—সব মিলিয়ে দুর্গাপুরের বনাঞ্চল এখন প্রকৃতিপ্রেমী ও বন্যপ্রাণী সংরক্ষণে আগ্রহীদের জন্য বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

Published By
error: Content is protected !!