কিশোরীদের স্বাস্থ্য সচেনতায় বিশেষ কর্মসূচী নিল দুর্গাপুরের এই কলেজ
এক দিনের বিশেষ মেডিকেল ক্যাম্প
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: কিশোরীদের সামগ্রিক স্বাস্থ্যসুরক্ষা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের ডঃ বি.সি. রায় একাডেমি অফ প্রফেশনাল কোর্সেস-এর মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি এবং অপটোমেট্রি বিভাগ যৌথভাবে আয়োজন করল এক দিনের বিশেষ স্বাস্থ্য শিবির। ১৭ নভেম্বর সকাল থেকে বিকেল পর্যন্ত বেনাচিটির ভিরিঙ্গি টি.এন. ইনস্টিটিউশনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে মোট ১১১ জন শিক্ষার্থী অংশ নেয়।


(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যের এই শিবিরে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি বিভাগের ছাত্রছাত্রীরা ফ্যাকাল্টিদের তত্ত্বাবধানে রক্তচাপ মাপা, উচ্চতা-ওজন রেকর্ডিং, হিমোগ্লোবিনের মাত্রা পরিমাপ, রক্তের গ্রুপ নির্ণয়সহ নানা পরীক্ষা পরিচালনা করেন। পাশাপাশি, অপটোমেট্রি বিভাগের শিক্ষার্থীরা দৃষ্টিশক্তি পরীক্ষা ও রিফ্র্যাকটিভ এরর শনাক্তকরণ করেন। এই উদ্যোগের মূল উদ্দেশ্য ছিল কিশোরীদের স্বাস্থ্যের প্রতি সচেতন করে তোলা ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার গুরুত্ব উপলব্ধি করানো। শিবিরে ব্যক্তিগত পরিষ্কার-পরিচ্ছন্নতা, মাসিক স্বাস্থ্যব্যবস্থা, পুষ্টি, জীবনযাপন ও প্রতিরোধমূলক চিকিৎসার গুরুত্ব নিয়ে বিস্তারিতভাবে সচেতন সেশনও আয়োজন করা হয়। পড়াশোনার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার প্রতি ডঃ বি.সি. রায় একাডেমি অফ প্রফেশনাল কোর্সেস এর অঙ্গীকার আরও একবার প্রমাণিত হল এদিন। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)


