মোবাইল বা ল্যাপটপ থেকে ঘরে বসেই SIR ফর্ম পূরণ করুন
নিজের কাজ নিজে করুন, BLO-কে সহযোগিতা করুন
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া শুরু হয়েছে। বুথ লেভেল অফিসাররা (BLO) ঘরে ঘরে গিয়ে ভোটারদের তথ্য যাচাই করছেন। প্রায় ৯৯ শতাংশ ফর্ম বিতরণ করা হয়ে গিয়েছে। ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ ৪ ডিসেম্বর। তবে প্রশাসনের তরফে ভোটারদের উৎসাহিত করা হচ্ছে, সময়সীমার জন্য অপেক্ষা না করে এখনই ফর্ম জমা দিতে। একই সঙ্গে অনলাইনে ফর্ম পূরণ করতেও উৎসাহ জোগানো হচ্ছে।নির্বাচন কমিশনের ভোটার পরিষেবা পোর্টাল, voters.eci.gov.in, অথবা ECInet অ্যাপ্লিকেশন ব্যবহার করে ফর্ম পূরণ করা যাবে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে।
পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের মহকুমাশাসক সুমন বিশ্বাস জানিয়েছেন, এক এক জন BLO-কে হাজারের বেশি ফর্ম পূরণ করতে হবে অনলাইনে। তাই অনলাইনে নিজেদের ফর্ম পূরণের উপর জোর দেওয়া হচ্ছে এবং এই উদ্দেশ্যে সচেতনতা শিবিরও করা হচ্ছে। ভোটাররা তাঁদের মোবাইল ফোন বা ল্যাপটপ ব্যবহার করে ঘরে বসেই এই প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন। যাঁদের নাম আধার কার্ডে এবং ভোটার তালিকায় সঠিক আছে তাঁরা সহজেই অনলাইনে আবেদন করতে পারবেন।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
দুর্গাপুর সরকারি কলেজে ইতিমধ্যেই একটি শিবির আয়োজিত হয়েছে যেখানে ছাত্রীদের শোখানো হয়েছে কী ভাবে অনলাইনে ফর্ম পূরণ করা যায়। তাঁরা নিজেরা, তাঁদের পরিবার, বন্ধুবান্ধব এবং আশেপাশের অন্যান্যদের উৎসাহিত করতে পারবে। তিনি আরও জানান, দুর্গাপুর মহিলা কলেজেও একটি নতুন শিবির আয়োজন করা হচ্ছে। অনলাইনে নিজের ফর্ম নিজে পূরণ করলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে না। এটি একটি সহজ প্রক্রিয়া। এর ফলে বিএলও-দের উপর চাপও কমবে। তাই যতটা সম্ভব অনলাইনে ফর্ম পূরণের আহ্বান জানিয়েছেন মহকুমাশাসক। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)


