দুর্গাপুরে ‘পিকোলো’ প্রযুক্তিতে প্রিম্যাচিওর শিশুর প্রাণরক্ষা
আধুনিক প্রযুক্তি ও স্বাস্থ্যসাথীর জুটিতে নবজন্ম
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: মাত্র ২৫ সপ্তাহেই জন্ম—ওজন সবে ৮১০ গ্রাম। জন্মের পর জীবন-মৃত্যুর লড়াই করছিল বাঁকুড়ার (Bankura) শুশুনিয়ার পিন্টু মণ্ডলের নবজাতিকা। জন্মের পরেও শিশুটির হৃদপিণ্ডের সঙ্গে সংযুক্ত গুরুত্বপূর্ণ রক্তনালী (Ductus Arteriosus) বন্ধ হচ্ছিল না। ওষুধে সাড়া না মেলায় দ্রুত সিদ্ধান্ত হয় অস্ত্রোপচারের। পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের গান্ধী মোড়ের এক বেসরকারি সুপার স্পেশালিটি হাসপাতালে কার্ডিয়াক বিশেষজ্ঞ ডা. নুরুল ইসলামের নেতৃত্বে চিকিৎসক দল আমেরিকায় তৈরি অতিক্ষুদ্র ডিভাইস ‘পিকোলো’ শিশুর হার্টে স্থাপন করেন।
অস্ত্রোপচারের সময় শিশুটির ওজন ছিল মাত্র ৭১০ গ্রাম। তবু নিখুঁতভাবে সফল হয় জটিল এই প্রক্রিয়া। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, এত কম বয়েসী শিশুর ক্ষেত্রে পশ্চিমবঙ্গে প্রথম এবং গোটা দেশে দ্বিতীয় বার এই ধরণের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হল। এর আগে ২০২৪ সালে পুনেতে এই অস্ত্রোপচার করা হয়েছিল। শিশুটির চিকিৎসার খরচ এসেছে রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্প থেকে। শিশুটির বাবা পিন্টু মণ্ডল বলেন, “ডাক্তারদের অক্লান্ত চেষ্টায় আমার সন্তান নতুন জীবন পেল। স্বাস্থ্যসাথী কার্ড আমাদের বড় আশীর্বাদ।”
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
চিকিৎসক সৌম্যদীপ বিশ্বাস জানান, “শিশু বিশেষজ্ঞ ও হৃদরোগ বিশেষজ্ঞদের মিলিত দল অস্ত্রোপচার করেছে। এখন শিশুটি সম্পূর্ণ সুস্থ। এমন বিরল রোগে এই ডিভাইস সত্যিই জীবনদাতা হিসাবে কাজ করে থাকে।” অস্ত্রোপচারের পরে কেটে গিয়েছে আড়াই মাস। এখন শিশুটির ওজন ১ কেজি ৩৮৫ গ্রাম। এই হাসপাতালেই ১৭ আগস্ট শিশুটির জন্ম হয়েছিল। আধুনিক চিকিৎসা ও সরকারি স্বাস্থ্য সুরক্ষার সমন্বয়ে কার্যত প্রাণ ফিরে পেল এই শিশুটি। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)


