উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হল পানাগড় প্রিমিয়ার ক্রিকেট লিগ-সিজন ৪
দুর্গাপুর দর্পণ, পানাগড়: বুধবার শেষ হল পানাগড় পানাগড় প্রিমিয়ার ক্রিকেট লিগ – সিজন ৪। রবিবার থেকে পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) পানাগড়ের মিত্র সংঘ ময়দানে প্রতিযোগিতা শুরু হয়েছিল। রবিবার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউডের অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়। বুধবার চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হয়। শেষদিন চূড়ান্ত পর্যায়ের খেলায় মাঠে ভিড় উপচে পড়েছিল। সমাপ্তি অনুষ্ঠানে এসেছিলেন বরানগরের বিধায়ক তথা বলিউডের অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জী। তিনি মাঠ প্রদক্ষিণ করেন। খেলোয়াড়দের সঙ্গে মিলিত হন। তাদের আবদারে সেলফিও তোলেন!

লিগ কমিটির সভাপতি পল্লব বন্দ্যোপাধ্যায় জানান, মোট ১২টি দল অংশ নিয়েছিল এবারের প্রতিযোগিতায়। ম্যাচ উপভোগ করতে প্রতিদিনই বহু মানুষ এসেছেন মাঠে। এর আগে সেপ্টেম্বরে এই একই মাঠেই বিপুল উদ্দীপনার মধ্যে অনুষ্ঠিত হয়েছিল নিলাম। সেখানে উপস্থিত ছিলেন ১২টি ফ্রাঞ্চাইজির মালিক, কোচ, সাপোর্ট স্টাফ সহ স্থানীয় ক্রীড়াপ্রেমীরা। দুর্গাপুর মহকুমা, বুদবুদ এবং আউশগ্রাম থানা এলাকার শতাধিক আগ্রহী ক্রিকেটার অনলাইনে নাম নথিভুক্ত করেছিলেন। তাদের সেই তালিকা অনুযায়ী নিলামে তুলেই দল গঠন করা হয়।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
পল্লব বন্দ্যোপাধ্যায় বলেন, “নতুন ও প্রতিভাবান ক্রিকেটারদের তুলে আনার লক্ষ্যেই এই প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। গত তিন বছরের মতো এবারও হাজার হাজার দর্শক মাঠে এসে যে ভালোবাসা দেখিয়েছেন, সেটাই আমাদের অনুপ্রেরণা। আগামী বছর আরও উৎসাহভরে এবং আরও বড় আকারে প্রতিযোগিতার আয়োজন করা হবে।” বুধবার শেষদিনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)


