বিজেপি বিএলএ-কে মারধর! দুর্গাপুরে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে

বিজেপি বিএলএ-কে মারধর! দুর্গাপুরে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

বিজেপি-র বিএলএ ভর্তি হাসপাতালে

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: এনুমারেশন ফর্ম বিলি করতে বেরিয়ে মার খেলেন বিজেপির বিএলএ। পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের ৯ নম্বর ওয়ার্ডের  ডিএসপি টাউনশিপের সিআর দাস রোড এলাকার ঘটনা। বিজেপির বিএলএ সুকুমার সিং ভর্তি রয়েছেন দুর্গাপুর মহকুমা হাসপাতালে। তাঁর অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে। হাসপাতালে তাঁকে দেখতে গিয়ে একই অভিযোগ তুলেছেন বিজেপির বর্ধমান সদরের জেলা সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়।

সুকুমার বলেন, বিএলও ফোন করেছিলেন। আমি গিয়ে তাঁর জন্য অপেক্ষা করছিলাম। হঠাৎ তৃণমূলের কয়েকজন এসে আমাকে মারধর করতে শুরু করে। সঙ্গে গালিগালাজও করা হয়। আমাকে বলা হয়, বিজেপি না করতে। চন্দ্রশেখর বলেন, এটা তৃণমূলের সংস্কৃতি। এসআরআই এর ভয়ে বিজেপির কর্মীদের আক্রমণ করছে। বিজেপির বিএলকেও মারধর করা হচ্ছে। এর শেষ দেখে ছাড়ব আমরা।

(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472) 

তৃণমূলের ১ নম্বর ব্লক সভাপতি রাজীব ঘোষ বলেন, এমন একটা ঘটনার খবর কানাঘুষোয় শোনার পরে আমি সেখানকার যুব সভাপতিকে ফোন করে খোঁজ নিই। এমন কোনও ঘটনা ঘটেনি। এসআইআর এর কাজ চলছে। বিজেপিকে তো দেখতেই পাওয়া যাচ্ছে না বাইরে। সেখানে তাদের খুঁজে বের করে আমাদের কেউ মারধর করবে, এটা কী আদৌ সম্ভব! (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

Published By
error: Content is protected !!