NIT-তে দীক্ষা দেবেন পুরীর শঙ্করাচার্য! বিতর্কের ঝড় দুর্গাপুরে

NIT-তে দীক্ষা দেবেন পুরীর শঙ্করাচার্য! বিতর্কের ঝড় দুর্গাপুরে
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে ধর্মীয় মেরুকরণ?

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: বিতর্কের কেন্দ্রে পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (NIT)!  আগামী ১০ ও ১১ সেপ্টেম্বর দু’দিনের অনুষ্ঠানে যোগ দিতে আসছেন পুরীর শঙ্করাচার্য নিশ্চলানন্দ সরস্বতী মহারাজজি। প্রথম দিনে তিনি যুবসমাজের উদ্দেশ্যে জ্ঞান প্রচার করবেন এবং পরদিন দর্শন ও দীক্ষা দেবেন। বিশ্ববিদ্যালয়ের ডিরেক্টর অরবিন্দ চৌবে সোমবার সাংবাদিক সম্মেলন করে বলেছেন, “অনেক যুবক মানসিক অবসাদে ভোগে। সেই অবসাদ কাটাতে মহারাজ জ্ঞান বিতরণ করবেন। যুবশক্তি কোনও ধর্মের হয় না। যে কেউ চাইলে তাঁর কাছ থেকে দীক্ষাও নিতে পারবেন।” 

(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)

তবে, অনুষ্ঠানকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। সিপিএম নেতা বিপ্রেন্দু চক্রবর্তী কটাক্ষ করে বলেন, “ভারতবর্ষ একটি ধর্ম নিরপেক্ষ দেশ। সেখানে বিশ্ববিদ্যালয়ে ধর্মীয় কর্মসূচি চলতে পারে না। বিজেপি সরকার দেশকে এবং তৃণমূল সরকার রাজ্যকে নিরপেক্ষতার পথ থেকে সরিয়ে নিতে চাইছে।” জেলা তৃণমূলের মুখপাত্র উজ্জ্বল মুখোপাধ্যায় অভিযোগ করে বলেন, “আরএসএস এবং তাদের ছাত্র সংগঠন এবিভিপির প্রভাবে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে ধর্মীয় মেরুকরণ ঘটানো হচ্ছে। আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করব।” অন্যদিকে, জেলা বিজেপির সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় পাল্টা দাবি করেছেন, “বিশ্ববিদ্যালয়ে কোন ধর্মগুরু আসবেন, সেটা কর্তৃপক্ষই ঠিক করবেন। তৃণমূল সবসময় বিশেষ সম্প্রদায়কে কেন্দ্র করে রাজনীতি করে, তাই অকারণ বিতর্ক তুলছে।”

ডিরেক্টর যদিও বলেন, “যুবশক্তির মধ্যে জ্ঞান প্রদান করবেন তিনি। উনি আসবেন এখানে, সেই কর্মসূচি আমাদের এখান থেকে ঠিক করা হয়নি। ঠিক হয়েছে ওখান থেকেই। উনি আসবেন। জ্ঞান প্রচার করবেন। কেউ দীক্ষা নিতে চাইলে দীক্ষাও নিতে পারবেন। অনেক যুবক মানসিক অবসাদ ভোগে। তাঁরা কথা বলবেন। এর সঙ্গে ধর্মের কোনও যোগ নেই।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

NIT দুর্গাপুরে আসছেন পুরীর শঙ্করাচার্য, শহর জুড়ে বিতর্কের ঝড়
NIT দুর্গাপুরে আসছেন পুরীর শঙ্করাচার্য, শহর জুড়ে বিতর্কের ঝড়
“অনেক যুবক মানসিক অবসাদে ভোগে। সেই অবসাদ কাটাতে মহারাজ জ্ঞান বিতরণ করবেন। যুবশক্তি কোনও ধর্মের হয় না। যে কেউ চাইলে তাঁর কাছ থেকে দীক্ষাও নিতে পারবেন।” 
Published By
error: Content is protected !!