পকেটে ঢুকবে কড়কড়ে ₹১৫ হাজার! সরকারের নতুন প্রকল্পের ঘোষণা

পকেটে ১৫০০০ টাকা
দুর্গাপুর দর্পণ ডেস্ক: ভারতের অর্থনীতির অন্যতম বড় চ্যালেঞ্জ হল কর্মসংস্থানের ঘাটতি। দেশের লক্ষ লক্ষ তরুণ-তরুণী চাকরি খুঁজছেন, কিন্তু সুযোগ সীমিত। এই সমস্যার সমাধানে এবার কেন্দ্রীয় সরকার নিয়ে এল এক যুগান্তকারী প্রকল্প – প্রধানমন্ত্রী বিকাশ ভারত রোজগার যোজনা (PMVBRY)।
এই প্রকল্পের মাধ্যমে শুধু যুবসমাজই নয়, নিয়োগকর্তারাও বড় সুবিধা পাবেন। সবচেয়ে বড় খবর হল – প্রথমবার বেসরকারি খাতে চাকরি পেলেই মিলবে সর্বোচ্চ ₹১৫,০০০ টাকার নগদ সুবিধা। কেউ কেউ মজা করে বলছেন, আদতে এই প্রকল্পটি হল মোদী সরকারের নতুন চাকরি প্রকল্প! বেসরকারি চাকরিতে সরকারি সুবিধা।
প্রধানমন্ত্রী বিকাশ ভারত রোজগার যোজনা ২০২৫ (PMVBRY) কী?
এই প্রকল্পটি জুলাই ২০২৫-এ কেন্দ্রীয় মন্ত্রীসভা অনুমোদন করেছে। ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের প্রাক্কালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের কথা ঘোষণা করেন। এই প্রকল্পের মাধ্যমে
সরকারের লক্ষ্য – আগামী দুই বছরে অন্তত ৩.৫ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা।
বাজেট বরাদ্দ – প্রায় ₹৯৯,৪৪৬ কোটি টাকা।
সুবিধাভোগী – প্রায় ১.৯২ কোটি নতুন চাকরিপ্রার্থী।
কারা এই স্কিমের সুবিধা পাবেন?
যারা প্রথমবার বেসরকারি সংস্থায় চাকরি পাবেন।
কর্মচারীর মাসিক বেতন অবশ্যই ₹১ লক্ষ টাকার মধ্যে হতে হবে।
EPFO-তে নিবন্ধন থাকা বাধ্যতামূলক।
টাকা যাবে সরাসরি আধার লিঙ্কড ব্যাংক অ্যাকাউন্টে DBT (Direct Benefit Transfer) প্রক্রিয়ায়।
PMVBRY স্কিমের দুইটি অংশ
পার্ট A – কর্মচারীদের জন্য সুবিধা
-
চাকরিতে যোগ দিলেই সর্বোচ্চ ₹১৫,০০০ নগদ সহায়তা।
-
এই টাকা দু’ কিস্তিতে দেওয়া হবে –
-
প্রথম কিস্তি ৬ মাস পরে।
-
দ্বিতীয় কিস্তি ১২ মাস পরে।
-
-
এই টাকার ট্রান্সফার হবে সরাসরি ABPS সিস্টেমে কর্মচারীর অ্যাকাউন্টে।
পার্ট B – নিয়োগকর্তাদের জন্য প্রণোদনা
-
নিয়োগকর্তা প্রতি কর্মী পিছু ₹৩,০০০ উৎসাহ ভাতা পাবেন ২ বছর পর্যন্ত।
-
যদি সংস্থা উৎপাদন খাতে হয়, তবে সুবিধা ৪ বছর পর্যন্ত বাড়বে।
-
ছোট সংস্থাগুলিকে (৫০ জনের কম কর্মী) অন্তত ২ জন নতুন কর্মী নিয়োগ করতে হবে।
-
বড় সংস্থাগুলির (৫০ জন বা তার বেশি কর্মী) ক্ষেত্রে অন্তত ৫ জন নতুন কর্মী নিয়োগ বাধ্যতামূলক।
-
টাকা যাবে সরাসরি PAN-লিঙ্কড ব্যাঙ্ক অ্যাকাউন্টে।
কখন থেকে কার্যকর হবে?
এই প্রকল্প কার্যকর থাকবে –
১ আগস্ট ২০২৫ থেকে ৩১ জুলাই ২০২৭ পর্যন্ত।
অর্থাৎ আগামী দুই বছরের মধ্যে বেসরকারি খাতে যোগ দেওয়া লাখ লাখ কর্মী ও নিয়োগকর্তা এই সুবিধা উপভোগ করবেন।
কেন এই প্রকল্প গুরুত্বপূর্ণ?
✅ দেশের যুবকদের হাতে আসবে সরাসরি নগদ সহায়তা।
✅ বেসরকারি খাতে চাকরির সুযোগ বাড়বে।
✅ নিয়োগকর্তারাও উৎসাহ পাবেন নতুন চাকরি তৈরি করতে।
✅ দেশের বেকারত্ব কমবে এবং অর্থনীতি শক্তিশালী হবে।
প্রশ্নোত্তর (Q&A) সেকশন
প্রধানমন্ত্রী বিকাশ ভারত রোজগার যোজনা (PMVBRY) কী?
👉 এটি মোদী সরকারের নতুন কর্মসংস্থান প্রকল্প, যেখানে প্রথমবার বেসরকারি চাকরি পেলেই কর্মচারী সর্বোচ্চ ₹১৫,০০০ পাবেন এবং নিয়োগকর্তারাও উৎসাহ ভাতা পাবেন।
এই প্রকল্পে কত টাকা পাওয়া যাবে?
👉 কর্মীরা সর্বোচ্চ ₹১৫,০০০ সুবিধা পাবেন, যা দু’ কিস্তিতে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে।
কারা এই স্কিমের জন্য যোগ্য?
👉 যারা প্রথমবার বেসরকারি সংস্থায় চাকরি পাবেন, যাদের বেতন ₹১ লক্ষ টাকার মধ্যে, এবং EPFO-তে নিবন্ধিত থাকবেন।
নিয়োগকর্তারা কী সুবিধা পাবেন?
👉 প্রতি কর্মী পিছু ₹৩,০০০ করে ২ বছর পর্যন্ত উৎসাহ ভাতা পাবেন। উৎপাদন খাতের সংস্থার ক্ষেত্রে এই সুবিধা ৪ বছর পর্যন্ত দেওয়া হবে।
PMVBRY প্রকল্প কখন থেকে কার্যকর হবে?
👉 ১ আগস্ট ২০২৫ থেকে ৩১ জুলাই ২০২৭ পর্যন্ত এই স্কিম কার্যকর থাকবে।
দুর্দান্ত সরকারি প্রকল্প! মাসে ৫০০০ টাকা, সঙ্গে ৫ লক্ষ টাকা পর্যন্ত লোন
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)
