দুর্গাপুর: আগামী ২২ ডিসেম্বর দুর্গাপুরে ১০ কিমি ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হবে। একটি বেসরকারি ইস্পাত কারখানা কর্তৃপক্ষ এবার তৃতীয় বর্ষের ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করছে শহরে। গান্ধী মোড় থেকে শুরু হবে পুরুষদের ১০ কিমি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। যোগ দেবেন রাজ্য এবং দেশের বিভিন্ন প্রান্তের প্রতিযোগীরা। মহিলাদের জন্য ৫ কিমি ম্যারাথনের আয়োজন করা হবে। এছাড়া মহিলাদের শাড়ি পরে ২ কিমি দৌড় প্রতিযোগিতা এবং বাচ্চাদের জন্য ২ কিমি দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হবে।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
বুধবার দুপুরে সিটি সেন্টারের একটি হোটেলে সাংবাদিক সম্মেলন করেন সংস্থার ডিরেক্টর গৌরব জাজোরিয়া, সিইও নিশান্ত মহেশ্বরী প্রমুখ। তাঁরা জানান, সব মিলিয়ে পাঁচ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। স্বাস্থ্য সচেতনতা গড়ে তুলতে ৩ বছর ধরে এই প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। আগের দুই বছরের মতো এবারও ভাল সাড়া মিলবে বলে তাঁদের আশা। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।