Breaking news. দুর্গাপুরের দুই স্কুলের ১০ জন শিক্ষকের চাকরি চলে গেল

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের নেপালি পাড়া হিন্দি উচ্চ বিদ্যালয়ের ৮ জন শিক্ষক-শিক্ষিকার চাকরি বাতিল হল। জেমুয়া ভাদুবালা উচ্চ বিদ্যালয়ের ২ জন শিক্ষিকা, একজন ক্লার্ক, একজন চতুর্থ শ্রেণীর কর্মীর চাকরি বাতিল। এবার স্কুল কী ভাবে চলবে আশঙ্কায় প্রধান শিক্ষকরা।
বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রায়ে ২০১৬ সালে এসএসসি’র পুরো প্যানেল বাতিল হয়। প্রায় ২৬ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়। তার মধ্যে দুর্গাপুরের নেপালি পাড়া হিন্দি উচ্চ বিদ্যালয়ের ৮ জন শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়। পাশাপাশি জেমুয়া ভাদুবালা উচ্চবিদ্যালয়ের ২ জন শিক্ষিকা, একজন ক্লার্ক, একজন চতুর্থ শ্রেণীর কর্মীর চাকরি বাতিল হয়েছে।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
দেশের সর্বোচ্চ আদালতের রায় শোনার পরেই মাথায় হাত পড়ে নেপালিপাড়া হিন্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডা. কলিমুল হকের। তিনি বলেন, “আমাদের স্কুলে ৪ হাজার ২০০ পড়ুয়া রয়েছে। ৩৩ জন শিক্ষক শিক্ষিকা রয়েছে। তাদের মধ্যে ৮ জনের চাকরি বাতিল হল। এবার আমরা স্কুল চালাব কী করে? মহামান্য আদালতের নির্দেশ নিয়ে আমার প্রশ্ন তোলার কিছু নেই। তবে আমি মহামান্য আদালতের কাছে অনুরোধ করছি যারা যোগ্য আছে তাদের চাকরি ফিরিয়ে দেওয়া হোক। যারা যোগ্য রয়েছে তাদের চাকরি চলে গেল তাহলে তাদের কিভাবে সংসার চলবে। এবার শিক্ষা দপ্তর কি ব্যবস্থা নেয় সে দিকেই তাকিয়ে রয়েছি আমরা।”
চাকরি বাতিলের পর কাঁদতে কাঁদতে সুনীমা মন্ডল বলেন, “আমাদের কি ভুল ছিল? সমস্ত কিছু যাচাই করার পর চাকরিতে নিয়োগ করা হয়েছিল। আজ আমাদের চাকরি বাতিল হল। আমরা এখন কি করব!” সরকারের বিরুদ্ধে সমালোচনা করে জেমুয়া ভাদুবালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নুল হক বলেন, “যারা নিয়োগ করেছে তাদের দোষ। তাদের না ধরে পুরো প্যানেলটাকেই বাতিল করে দেওয়া হল, এটা মানা যায় না। যদি কেউ ব্যর্থ হয় তাহলে সরকার। তাহলে সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নিক।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
