ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল অ্যান্ড সেলস রিপ্রেজেনটেটিভস্ ইউনিয়নের ১৭তম জেলা সম্মেলন

ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল অ্যান্ড সেলস রিপ্রেজেনটেটিভস্ ইউনিয়নের ১৭তম জেলা সম্মেলন
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: বৃহস্পতিবার ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল অ্যান্ড সেলস রিপ্রেজেনটেটিভস্ ইউনিয়নের ১৭তম জেলা সম্মেলন অনুষ্ঠিত হল পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে। এই সম্মেলন থেকে নিত্য প্রয়োজনীয় ওষুধের মূল্যবৃদ্ধির প্রতিবাদ করা হয়। রাজ্য সম্পাদক ও জেলার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আগামী ৯ জুলাই দেশজুড়ে সাধারণ ধর্মঘটের দাবিকে সমর্থন করা হয়।

(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472) 

সংগঠনের জেলা সাধারণ সম্পাদক সুজিত মিশ্র বলেন, “ওষুধের উপর জিএসটি বসিয়ে দাম বাড়ানো হচ্ছে। সমস্যার মুখে পড়ছেন সাধারণ মানুষ। চিকিৎসা করাতে গিয়ে পথে বসতে হচ্ছে অনেককে। আমরা তার প্রতিবাদ করছি। আগামী ৯ জুলাই ধর্মঘটের দিনেও প্রতিবাদ করা হবে। ওষুধের দাম কমানোর জন্য জেলাশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হবে। স্মারকলিপি প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়ার আবেদন করা হবে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )

ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল অ্যান্ড সেলস রিপ্রেজেনটেটিভস্ ইউনিয়নের ১৭তম জেলা সম্মেলন
ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল অ্যান্ড সেলস রিপ্রেজেনটেটিভস্ ইউনিয়নের ১৭তম জেলা সম্মেলন
ওষুধের উপর জিএসটি বসিয়ে দাম বাড়ানো হচ্ছে। সমস্যার মুখে পড়ছেন সাধারণ মানুষ। চিকিৎসা করাতে গিয়ে পথে বসতে হচ্ছে অনেককে। আমরা তার প্রতিবাদ করছি।
Published By
Durgapur Darpan
error: Content is protected !!