দুর্গাপুরে ইঞ্জিনিয়ারের বাড়ি থেকে ২৫ ভরি সোনা, ২ লক্ষ টাকা চুরি করে ধৃত পালিত কন্যা!

দুর্গাপুরে ইঞ্জিনিয়ারের বাড়ি থেকে ২৫ ভরি সোনা, ২ লক্ষ টাকা চুরি করে ধৃত পালিত কন্যা!
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুর শহরে এক ইঞ্জিনিয়ারের বাড়ি ‘সাফ’ করে দিল তাঁরই ‘পালিত কন্যা’! কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেফতার ২। উদ্ধার ২৫ ভরি সোনা, প্রায় ১ কেজি রুপো সমেত নগদ ২ লক্ষ টাকা। ঘটনায় হতবাক সবাই। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম দীপা শর্মা ও দীপা যাদব। সিটি সেন্টারের আলাউদ্দিন খাঁ বীথি এলাকায় তিন তলা বাড়ি রয়েছে সঞ্জীব কুমার নামের ওই ইঞ্জিনিয়ারের। কর্মসূত্রে তিনি ভিন রাজ্যে থাকেন। সিটি সেন্টারের বাড়িতে বাবা, মা ও স্ত্রী থাকেন।

বাড়ির পরিচারিকার মেয়ে দীপা শর্মা ১১ বছর বয়স থেকে তাঁদের বাড়িতে পালিত কন্যা হিসেবে রয়েছে। পরিবারের সবাই দীপাকে ভালোবাসেন। কখনও বহুমূল্যের মোবাইল আবার কখনও দামি সাইকেল কিনে দিয়েছেন। কিন্তু ২২ বছর বয়সে পৌঁছে দীপার বিরুদ্ধেই চুরির অভিযোগ উঠল। সম্প্রতি দিল্লি থেকে দীপার বান্ধবী দীপা যাদব আসে দুর্গাপুরে। বৃহস্পতিবার সঞ্জীববাবুর স্ত্রী নাগমণি শর্মা কিছু সময়ের জন্য বাজারে গিয়েছিলেন। বাড়ি ফিরে এসে দেখেন, আলমারি থেকে টাকা এবং অলঙ্কার সব উধাও। দীপাকে জিজ্ঞাসা করলে জানায়, সে কিছু জানে না।

(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)

আলমারিতে প্রায় ২৫ ভরি সোনার গয়না, প্রায় ১ কেজি রুপো এবং ২ লক্ষ টাকা ছিল। নাগমণিদেবী পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। তদন্তে নামে পুলিশ। বাড়ি থেকে দীপাকে আটক করে নিয়ে যায় পুলিশ। তার মোবাইলের কল লিস্ট চেক করে পুলিশ বুঝতে পারে চুরির ঘটনায় তার যোগ রয়েছে। মোবাইল লোকেশন ট্র্যাক করে তড়িঘড়ি দুর্গাপুর থানার পুলিশ দুর্গাপুর স্টেশনের তিন নম্বর প্লাটফর্মে গিয়ে গ্রেফতার করে দীপা যাদবকে। সোনার গয়না এবং নগদ টাকা ভর্তি ট্রলি উদ্ধার হয়। ট্রেনে চেপে পালানোর চেষ্টায় ছিল সে। তার আগেই ধরা পড়ে যায় পুলিশের হাতে। গ্রেফতার করা হয় দীপা শর্মাকেও। 

শুক্রবার তাদের তোলা হয় দুর্গাপুর আদালতে। বিচারক ২ দিনের পুলিশে হেফাজতের নির্দেশ দেন। কমিশনারেটরের ডেপুটি কমিশনার অভিষেক গুপ্তা সাংবাদিক বৈঠক করে বলেন, “সিটি সেন্টারের মত গুরুত্বপূর্ণ এলাকায় এইভাবে চুরি আগে কখনও ঘটেনি। দুর্গাপুর থানায় অভিযোগ জমা পড়তেই তদন্ত শুরু হয়। প্রথমে দীপা শর্মাকে জেরা করা হয়। এরপর মোবাইল লোকেশন ট্র্যাক করে পাকড়াও করা হয় দিল্লির বাসিন্দা দীপা যাদবকে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Highlight
দুর্গাপুরে ইঞ্জিনিয়ারের বাড়ি থেকে ২৫ ভরি সোনা, ২ লক্ষ টাকা চুরি করে ধৃত পালিত কন্যা সহ ২
News
দুর্গাপুরে ইঞ্জিনিয়ারের বাড়ি থেকে ২৫ ভরি সোনা, ২ লক্ষ টাকা চুরি করে ধৃত পালিত কন্যা সহ ২
:
মোবাইল লোকেশন ট্র্যাক করে তড়িঘড়ি দুর্গাপুর থানার পুলিশ দুর্গাপুর স্টেশনের তিন নম্বর প্লাটফর্মে গিয়ে গ্রেফতার করে দীপাকে। সোনার গয়না এবং নগদ টাকা ভর্তি ট্রলি উদ্ধার হয়। গ্রেফতার করা হয় দীপুুকেও। 
Published By
Durgapur Darpan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!