দুর্গাপুর: নির্মিয়মান বহুতলের ১৪ তলা থেকে পড়ে মৃত্যু ২ শ্রমিকের। বুধবার ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের আইকিউ সিটিতে। আবাসনের নির্মাণ কাজ চলার সময় ভাড়া ভেঙে পড়ায় নিচে পড়ে যান ২ জন শ্রমিক। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আইকিউ সিটি এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃত দুই শ্রমিকের নাম করমবীর কুমার মাহাতো (৩৫), দুর্গাপুরের ভিড়িঙ্গির বাসিন্দা এবং রাজা কুমার (২২), বিহারের বাসিন্দা।
পুলিশ প্রজেক্ট ম্যানেজার আনন্দ বিশ্বাস এবং ঠিকাদার সঞ্জিত কুমারকে আটক করে নিয়ে গিয়েছে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি (পূর্ব) অভিষেক গুপ্তা বলেন, “কাজ করতে করতে দুই জন শ্রমিকের নিচে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে। তদন্ত চলছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” জানা গিয়েছে, বুধবার সন্ধ্যায় আইকিউসিটিতে বহুতল আবাসনে সহকর্মীদের সঙ্গে নির্মাণের কাজ করছিলেন করমবীর ও রাজা। আচমকা ১৪ তলা থেকে নিচে পড়ে যান তাঁরা। সেখানকার মেডিকেল কলেজ হাসপাতালে তাঁদের নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান পরিবারের লোকজন। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন তারা। সহকর্মী ওম প্রকাশ মাহাতো বলেন, “১৪ তলায় ভাড়ার উপর চেপে কাজ করছিল দু’জনে। সেই সময় আচমকা ভাড়া ভেঙে ওরা নিচে পড়ে যায়। মৃত্যু হয় দু’জনের। পুলিশ ঠিকাদার ও ম্যানেজারকে আটক করে নিয়ে গিয়েছে। আমরা নিরাপত্তা এবং ক্ষতিপূরণের দাবি করছি।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।