বিধাননগরে আদিশক্তির মন্দিরে চুরির চেষ্টা করে শ্রীঘরে দুই যুবক

বিধাননগরে আদিশক্তির মন্দিরে চুরির চেষ্টা করে শ্রীঘরে দুই যুবক
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: আদিশক্তির মন্দিরে চুরির চেষ্টা করে শ্রীঘরে দুই যুবক। নববর্ষের রাতে ঘটনাটি ঘটে পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার বিধাননগরের ডিডিএ মার্কেট সংলগ্ন কালীবাড়িতে। মন্দিরের দরজা ভেঙে চুরির চেষ্টা করে জনা পাঁচেক দুষ্কৃতী। এলাকাবাসীর তৎপরতায় চুরির ছক বানচাল হয়ে যায়। মন্দির কমিটির পক্ষ থেকে বুধবার নিউ টাউনশিপ থানার বিধান নগর ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করা হয়।

(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)

তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। বুধবার রাতেই বিধান নগরের কমিউনিটি সেন্টার থেকে দুই যুবককে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার ধৃতদের পুলিশ হেফাজত চেয়ে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে পুলিশ। মন্দিরের সেবাইত ফেলারাম গোস্বামী বলেন, “নববর্ষের রাতে পুজোর পর রাত সাড়ে ৯টা নাগাদ মন্দিরের দরজা বন্ধ করে বাড়ি যায় আমার ভাইপো। কিছুক্ষণ পর স্থানীয়রা খবর দেন, মন্দিরে চুরির চেষ্টা চলছে। সবাই চলে আসায় দুষ্কৃতীরা পালিয়ে যায়। পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়। পুলিশ দু’জনকে গ্রেফতার করেছে। পুলিশের নজরদারি আরও জোরদার করার দাবি জানাচ্ছি।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )

error: Content is protected !!