দুর্গাপুর দর্পণ, ৭ জুন ২০২৪: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুর থানার ফরিদপুর ফাঁড়ির নতুন পল্লী এলাকার কালী মন্দির থেকে ৩০ মে চুরি যায় বাসনপত্র এবং প্রণামী বাক্স। সেই ঘটনার তদন্তে নেমে ৪ জুন মহিষ্কাপুর এলাকা থেকে রাজ রাম ওরফে ডন এবং তামলা এলাকা থেকে রামচরিত পাশোয়ান ও মনোজ রুইদাসকে গ্রেফতার করা হয়। দুর্গাপুর আদালতে পাঠানো হলে বিচারক জামিন নাকচ করে ৩ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। ধৃতদের হেফাজতে নিয়ে জেরা করে উদ্ধার হয়েছে চুরি যাওয়া সামগ্রী। ফের শুক্রবার ধৃতদের দুর্গাপুর আদালতে তোলা হয়।
( Dr. BC Roy Engineering College & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। যোগাযোগ- 933927844, 9832131164, 9932245570, 9434250472)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।