
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: সোমবার সাত সকালে পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরে যাত্রীবাহী মিনিবাসের সঙ্গে ট্রেলারের ধাক্কায় জখম হলেন ৫ যাত্রী। হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়ল বাসের কাঁচ। তুবড়ে গেল সামনের অংশ। দুর্ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় কোকওভেন থানা এলাকার ডিপিএলের প্রশাসনিক ভবন মোড়ে। দুর্ঘটনার জেরে বিসি রায় রোডে যানজট হয়। ঘটনাস্থলে পৌঁছায় মুচিপাড়া ট্রাফিক গার্ডের পুলিশ ও কোকওভেন থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ডিভিসি মোড়ের দিক থেকে গ্যামন ব্রিজের দিকে দ্রুত গতিতে যাচ্ছিল একটি যাত্রীবাহী মিনিবাস। তখনই আচমকা ডিপিএলের প্রশাসনিক ভবনের সামনের রাস্তার পাশ থেকে রাস্তায় একটি ট্রেলার উঠছিল। মিনিবাসের সঙ্গে ট্রেলারটির মুখোমুখি ধাক্কা লাগে। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ডিভিসি মোড়ে কর্মরত ট্রাফিক গার্ডের দুই কর্মী সোনাই রায় এবং আকাশ কর্মকার সেখানে পৌঁছান।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
অ্যাম্বুলেন্স ডেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন তাঁরা। দুর্গাপুর মহকুমা হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে। মিনিবাসের মালিকের দাদা বিধান চন্দ্র হাজরা বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি।কয়েকজন আহত হয়েছে। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাস বেপরোয়া গতিতে চালানো উচিত নয়।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
