দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: মানুষখেকো নেকড়ে (Man Eater Wolves) দাপিয়ে বেড়াচ্ছে উত্তরপ্রদেশে (Uttar Pradesh)। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৭ জনের। তাদের মধ্যে ৬ জনই শিশু। উত্তরপ্রদেশের তরাই অঞ্চলে মানুষখেকো নেকড়ের হানায় গত দেড় মাসে এই ৭ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এছাড়াও জখম হয়েছেন আরও ২২ জন।
( BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
নেকড়ের সন্ধানে ২২টি দল গড়েছে উত্তরপ্রদেশ বন দফতর। ড্রোন ও নাইট ভিশন ক্যামেরা নিয়ে খোঁজ চলছে। দক্ষ শিকারিরা রয়েছেন সেই দলে। উত্তরপ্রদেশের বাহারআইচ জেলায় ব্যাঘ্রপ্রকল্পের কাছে নেকড়েরা রয়েছে। সেখানকারই তিনটি নেকড়ে লোকালয়ে এসে হামলা করছে। প্রসঙ্গত, ১৯৭২ সালের ভারতীয় বন্যপ্রাণ সংরক্ষণ আইন অনুযায়ী ধূসর নেকড়ে সর্বোচ্চ গুরুত্বের সংরক্ষিত প্রজাতি। ভারতে তাদের আনুমানিক সংখ্যা তিন হাজারেরও কম। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।