রণডিয়ায় দামোদরে স্নান করতে নেমে তলিয়ে গেলেন ৭৫ বছরের বৃদ্ধ

দুর্গাপুর দর্পণ, বুদবুদ: পূর্ব বর্ধমান (Purba Bardhaman) জেলার রণডিয়ায় দামোদরে স্নান করতে নেমে তলিয়ে গেলেন ৭৫ বছরের বৃদ্ধ। রবিবার সকালে ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, বৃদ্ধের নাম বাদল বাগদি (৭৫)। বুদবুদ থানার অন্তর্গত চাকতেঁতুল পঞ্চায়েত এলাকার রণডিয়া এলাকার বাসিন্দা। রবিবার সকালে তিনি দামোদর নদে স্নান করতে যান। সাঁতার জানতেন না। নিয়ন্ত্রণ হারিয়ে নদে তলিয়ে যান।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
উদ্ধারকাজ শুরু করেছে প্রশাসন। তবে দুর্গাপুরের দামোদরের ব্যারাজ থেকে জল ছাড়ার জেরে উদ্ধার কাজে সমস্যা হচ্ছে। উদ্ধার কাজে বুদবুদ থানার পাশাপাশি সহযোগিতা করছেন এলাকার মানুষও। স্থানীয়দের দাবি, দামোদর নদে স্নান করতে নেমে এমন দুর্ঘটনা বার বার ঘটছে। তবু মানুষ সচেতন হচ্ছেন না। এলাকাবাসী বিকাশ আঁকুরে বলেন, “নৌকার উপরে ছিলাম আমি। ওই বৃদ্ধ জলে তলিয়ে যাচ্ছে দেখে উদ্ধার করতে যাই। কিন্তু জলের প্রবল স্রোতের জন্য ব্যর্থ হলাম। পুলিশ এসেছে। উদ্ধার কাজ চলছে।”
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

