ধুমধাম করে ৭৯ তম স্বাধীনতা দিবস উদযাপন করা হল বিভিন্ন কলেজে

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: শুক্রবার খুব ধুমধামের সঙ্গে পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের ডঃ বি.সি. রায় ইঞ্জিনিয়ারিং কলেজ (BCREC) এবং ডঃ বি.সি. রায় অ্যাকাডেমি অফ প্রফেশনাল কোর্সেস-এ (BCRAPC) ৭৯তম স্বাধীনতা দিবস পালিত হল। সমগ্র ক্যাম্পাসটি সাজানো হয় ত্রিবর্ণরঞ্জিত জাতীয় পতাকা দিয়ে। BCREC এর অধ্যক্ষ, BCRAPC এর অধ্যক্ষ, BCRAPC এর রেজিস্ট্রার, সোসাইটির সাধারণ সম্পাদক তরুণ ভট্টাচার্য, সহ-সভাপতি মিতা মিত্র, সোসাইটির সদস্য রীতা সিং সহ অন্যান্য ফ্য়াকাল্টি এবং কর্মীদের সামনে কুচকাওয়াজ প্রদর্শন করে পড়ুয়ারা।
BCREC এর অধ্যক্ষ ডঃ সঞ্জয় এস পাওয়ার তাঁর বক্তব্যে স্বাধীনতার পর থেকে দেশের অগ্রগতি এবং জাতির ভবিষ্যৎ গঠনে যুব সমাজের ভূমিকার কথা উল্লেখ করেন। তিনি জানান, প্রযুক্তিগত স্বাধীনতা আজ সময়ের দাবি। প্রযুক্তিকে কাজে লাগিয়ে সাইবার অপরাধ মোকাবিলা করতে এবং প্রযুক্তিগত সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের ভূমিকার কথা মনে করিয়ে দেন তিনি।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
BCRAPC এর অধ্যক্ষ ডঃ রাজীব রায় তাঁর বক্তব্যে পড়ুয়াদের সামনে গণতন্ত্র, সাম্যবাদ এবং উদ্ভাবনী দক্ষতার গুরুত্ব ব্যাখ্যা করেন। ডঃ বি.সি. রায় কলেজ অফ ফার্মেসি এবং এএইচএসের অধ্যক্ষ ডঃ সমীর সামন্ত স্বাধীনতার নতুন সকালে ফার্মেসি শিক্ষায় প্রযুক্তির গুরুত্ব বিষয়ে বক্তব্য রাখেন। ডঃ বি.সি. রায় পলিটেকনিকের অধ্যক্ষ অধ্যাপক ডঃ অরিজিৎ কৃষ্ণ বন্দ্যোপাধ্যায় শিক্ষার অগ্রগতি এবং নতুন শিক্ষা নীতি সম্পর্কে পড়ুয়াদের অবগত করেন। উদযাপনের অংশ হিসেবে বিসিআরইসির প্রাক্তনীদের সংগঠনের পক্ষ থেকে পার্শ্ববর্তী গ্রামগুলির দুঃস্থ শিশুদের স্কুল ব্যাগ বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন প্রাক্তন ছাত্র সুমন চট্টোপাধ্যায় (ইসিই, ২০০৭), দীপ জোয়ারদার (ইই, ২০০৯) সহ প্রাক্তন ফ্যাকাল্টি অধ্যাপক সুশান্ত দত্ত এবং দীপরাজ মণ্ডল। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)
