সঙ্গীতজ্ঞ ও শিক্ষাব্রতী প্রয়াত ব্রজেন্দ্রকুমার চক্রবর্তীর ৯৯ তম জন্মদিবস উদযাপন

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: শনিবার ১ মার্চ পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) পূর্বস্থলী থানার পারুলিয়া গ্রামের প্রাচীন সঙ্গীত শিক্ষাকেন্দ্র ও সমাজ কল্যাণ সংস্থা ‘আনন্দলোক’ এর প্রতিষ্ঠাতা প্রয়াত গজেন্দ্রকুমার চক্রবর্তীর ৯৯ তম জন্মদিন পালন করা হয়। অবিভক্ত বাংলার পূর্ববঙ্গ থেকে ১৯২৬ সালে ছিন্নমূল অবস্থায় ব্রজেনবাবু পারুলিয়া অঞ্চলে এসেছিলেন। এই অঞ্চল তখন প্রায় জঙ্গলাকীর্ণ ছিল। এলাকার বন জঙ্গল কেটে মানুষের বাসযোগ্য করে তেলেন তিনি।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
এরপর শিক্ষাকেন্দ্রের উন্নয়ন, সমাজকল্যাণে মানুষকে আগ্রহী করে তোলার পিছনে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেন। বিশ্বভারতীর শান্তিনিকেতন থেকে প্রশিক্ষিত ব্রজেনবাবু এই অঞ্চলকে সঙ্গীত ও সংস্কৃতির আলোকে আলোকিত করেন। তিনি পেশায় স্কুলশিক্ষক ছিলেন। পারুলিয়া তথা সন্নিহিত এলাকা ছাড়াও নবদ্বীপ অঞ্চল পর্যন্ত তাঁর কর্মকান্ড বিস্তৃত ছিল। আনন্দলোক প্রাঙ্গনে অনাড়ম্বর অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত সহ অন্যান্য সঙ্গীত পরিবেশন করেন কৃষ্ণদ্বৈপায়ন চক্রবর্তী, গোবিন্দ রায়, লোপামুদ্রা রায়, মহাদেব বিশ্বাস, উদয় সমাদ্দার, ড. প্রিয়লাল শীল, দীপঙ্কর চক্রবর্তী প্রমুখ। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
