দুর্গাপুর দর্পণ ডেস্ক, ২৮ ফেব্রুয়ারি ২০২৪: রেল দুর্ঘটনা ঝাড়খণ্ডের জামতাড়ায়। সন্ধ্যা ৭টা নাগাদ ট্রেনে কাটা পড়ে অন্তত ২ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে রেল পুলিশ ও স্থানীয় প্রশাসন। রেললাইন দিয়ে হাঁটার সময় আসানসোলগামী মেমু ট্রেন তাঁদের ধাক্কা মারে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। তিন জনের তদন্তকারী দল গঠন করেছে রেল।
এদিকে প্রায় একই সময়ে কিছুটা দূরে অন্য একটি ঘটনা ঘটে। ভাগলপুর-ব্যাঙ্গালুরু অঙ্গ এক্সপ্রেস যাচ্ছিল। পাশের লাইনে ব্যালাস্ট আনলোডিংয়ের কাজ চলছিল। চালক আগুন লেগেছে ভেবে আতঙ্কিত হয়ে ট্রেন থামিয়ে দেন। আতঙ্কে যাত্রীদের অনেকে ট্রেন থেকে নেমে পড়েন।
খবর ছড়িয়ে পড়ে, ওই যাত্রীদের ধাক্কা মারে আসানসোলগামী মেমু। এমনও খবর ছড়ায় যে অন্তত ১২জন যাত্রীর মৃত্যু হয়েছে। জখম আরও অনেকে। যদিও রেল সূত্রে বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, যে দু’জন মারা গিয়েছেন তাঁরা ট্রেনের যাত্রী ছিলেন না। রেললাইনের উপর দিয়ে হাঁটছিলেন। তাছাড়া দুটি ঘটনা সম্পূর্ণ আলাদা।
হেল্পলাইন নম্বর: আসানসোল -7679523874, 6294423832
জামতাড়া -9199605431
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।