দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৫ মার্চ ২০২৪: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের Dr. B. C. Roy Engineering College (BCREC) কলেজের Faculty of Management Studies (FMS) সম্প্রতি ‘Addressing Sustainability in the VUCA World’ শীর্ষক একদিনের জাতীয় কর্মশালার আয়োজন করেছিল। বর্তমানের VUCA জগৎ অর্থাৎ volatility, uncertainty, complexity এবং ambiguity এর মধ্যে কীভাবে স্থায়িত্ব বজায় রাখা সম্ভব, কর্মশালায় উপস্থিত প্রথিতযশা বক্তারা সে’বিষয়েই তাঁদের মূল্যবান মতামত ব্যক্ত করেন।
কলেজের অ্যালবার্ট আইনস্টাইন হলে গত ১ মার্চ আয়োজিত ওই কর্মশালায় যোগ দিয়েছিলেন সরকারি, বেসরকারি, শিল্প, শিক্ষাপ্রতিষ্ঠান সহ নানা ক্ষেত্রের দিগগজ ব্যক্তিত্বরা। পরিবেশ, প্রকৃতি, বাস্তুতন্তর রক্ষায় UN SDG (Goal 15) এর গুরুত্ব সম্পর্কে প্রত্যেকে উল্লেখযোগ্য মতামত তুলে ধরেন। বিষয়ের গুরুত্ব তুলে ধরতে ক্যামিও শো এর আয়োজন করা হয়েছিল। পুরো অনুষ্ঠানটি সোশ্যাল মিডিয়াতেও লাইভ-স্ট্রিম করা হয়।
( Dr. BC Roy Engineering College & Group of Instutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। যোগাযোগ- 933927844, 9832131164, 9932245570, 9434250472)
এমবিএ ফাইনাল সেমেস্টারের সঙ্গীতকলায় পারদর্শী পড়ুয়াদের সরস্বতী বন্দনার মাধ্যমে কর্মসূচীর সূচনা হয়। উপস্থিত গুণীজনদের সংবর্ধনা প্রদান করা হয়। এরপর বক্তব্য রাখেন BCREC এর অধ্যক্ষ অধ্যাপক ডঃ সঞ্জয় এস পাওয়ার, FMS এর বিভাগীয় প্রধান অধ্যাপক ডঃ সোমরূপ সিদ্ধান্ত। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দুর্গাপুরের ডিএফও ডঃ অনুপম খান। তিনি তাঁর বক্তব্যে কর্মসূচীর মূল সুর বেঁধে দেন।
কর্মশালায় মূখ্য বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ভারত সরকারের Ministry of Statistics and Programme Implementation এর DDG ডঃ ওঙ্কার প্রসাদ ঘোষ। আইআইটি খড়গপুরের Mining Engineering and the School of Environmental Science and Engineering এর বিজ্ঞানী অধ্যাপক ডঃ জয়ন্ত ভট্টাচার্যের ‘Dichotomies and Challenges of sustainability Practices in Consumption-led Growth for the VUCA World’ বিষয়ক মূল্যবান উপস্থাপনা ছিল বিশেষভাবে উল্লেখ করার মতো। TCS, Kolkata এর তরফে সুদেষ্ণা চৌধুরী শিল্পের পারিপার্শ্বিকতায় Innovation for Sustainability বিষয়টি ব্যাখ্যা করেন। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের কলকাতা আঞ্চলিক ডিরেক্টরেটের ল্যাবরেটরি ডিভিশনের প্রধান ডঃ অভিজিৎ পাঠক ‘Sustainability and Challenges for Food-Water-Air-Climate Changes’ বিষয়ে বিস্তারিত বক্তব্য রাখেন।
মধ্যাহ্নভোজের পরের অধিবেশনে FMS অনুষদের সদস্য অধ্যাপক ডঃ সন্দীপ মুখার্জির পরিচালনায় একটি প্রশ্নোত্তরভিত্তিক প্যানেল ডিসকাশন আয়োজিত হয়। Zelence Industries Pvt. Ltd এর সহ প্রতিষ্ঠাতা ডঃ বিদ্যুৎ কান্তি দাস ‘Challenges of Sustaining Business with Products of Green and Natural Materials in the Farming Market’ বিষয়ে তাঁর মূল্যবান জ্ঞানগর্ভ বক্তব্যের মাধ্যমে এই পর্বের সূচনা করেন। ডিএফও ডঃ অনুপম খান বলেন, ‘‘আমাদের নীল গ্রহকে বাঁচাতে সবাই মিলে ইতিবাচকভাবে কাজ করতে হবে।’’
কর্মসূচীতে সবাইকে আহ্বান জানান FMS অনুষদের সদস্য অধ্যাপক ডঃ ভাস্বতী রায়। অন্যদিকে, অনুষ্ঠানের পরিসমাপ্তিমূলক বক্তব্য রাখেন অধ্যাপক কৃষ্ণ রায়। অনুষ্ঠানে NIT, দুর্গাপুর, দুর্গাপুর সরকারি কলেজ, প্যারামেডিক্যাল কলেজ, দুর্গাপুর, মহিলা কলেজ, দুর্গাপুর, বিড়লা কর্পোরেট লিমিটেড, দুর্গাপুর এবং SAIL, DSP, দুর্গাপুরের বিশিষ্ট শিক্ষাবিদ এবং কর্পোরেট প্রতিনিধিরা আমন্ত্রিত এবং উপস্থিত ছিলেন। MAKAUT, রানিগঞ্জের RICIS ইনস্টিটিউটের স্নাতক এবং স্নাতকোত্তর কোর্সের পড়ুয়া, গবেষক এবং ফ্যাকাল্টিরা, BCREC এবং BCREC APC এর বিভিন্ন বিভাগ এই কর্মশালায় যোগদান করেন এবং নানা ইভেন্টে সামিল হন। কর্মশালা সফল করে তোলার পিছনে FMS এর ফ্যাকাল্টি এবং MBA পড়ুয়াদের কঠোর পরিশ্রম ও আন্তরিক প্রয়াস ছিল উল্লেখ করার মতো। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।