দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৮ মার্চ ২০২৪: মঙ্গলবার থেকে নিখোঁজ ছিলেন পেশায় দিনমজুর পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) অন্ডালের মাধবপুরের জিতেন্দ্র সিং (৩৮)। শুক্রবার তার দেহ ধান্ডাডিহির পরিতক্ত খোলা মুখ খনির জলাশয়ে ভাসতে দেখা যায়। চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। খবর দেওয়া হয় অন্ডাল থানার পুলিশকে। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে।
অন্ডাল থানায় নিখোঁজ ডায়েরি করেছিলেন পরিবারের লোকজন। শুক্রবার সকালে ধান্ডাডিহির পরিত্যক্ত খোলা মুখ খনির জলাশয়ে স্থানীয়রা ভাসতে দেখেন তার দেহ। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। দেহ সনাক্তের জন্য জিতেন্দ্র সিংহের পরিবারকে খবর দেওয়া হয়। পরিবারের লোকজন এসে দেহ সনাক্ত করে। তারপরেই মৃতদেহ ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়। জিতেন্দ্র সিংহের ভাই পঙ্কজ সিং অভিযোগ তোলেন, কোন শত্রু ছিল না দাদার। রাজমিস্ত্রির হেল্পারের কাজ করতো। কি করে মৃত্যু হল তারাও বুঝে উঠতে পারছেন না। উপযুক্ত তদন্ত দাবি করেছেন তিনি। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।