দুর্গাপুর দর্পণ, ৫ মে ২০২৪: ‘সাঁই বাড়ি হত্যাকাণ্ডের যন্ত্রণা বুকে চেপে জোট প্রার্থীর হয়ে ভোট ভিক্ষা করছি’, পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরে এমনই বিতর্কিত মন্তব্য করলেন কংগ্রেস নেতা তরুণ রায়। রবিবার দুপুরে দুর্গাপুরের ১নং ওয়ার্ডের রঘুনাথপুরে সিপিএম প্রার্থী সুকৃতি ঘোষালের সমর্থনে জলসত্রের মাধ্যমে প্রচার করতে গিয়ে বিতর্কিত মন্তব্য করেন তিনি। যা নিয়ে কংগ্রেসের অন্দরে শুরু হয়েছে বিতর্ক।
তিনি বলেন, “আমাদের যন্ত্রণা আছে, ব্যাথা আছে, সাঁই বাড়ির কথা আমরা ভুলতে পারছি না। তবুও সুকৃতি ঘোষালকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানাচ্ছি।” পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের সভাপতি দেবেশ চক্রবর্তী বলেন, “সাঁইবাড়ির ঘটনা যারা ঘটিয়েছিল তারা সকলেই এখন তৃণমূলে। উনি তাই কীভাবে একথা বলেছেন, জানি না। উনি দলের কোনও পদে নেই। দলের কোনও কর্মসূচিতেও দেখা যায় না।”
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500 )
সিপিএমের পশ্চিম বর্ধমান জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য পঙ্কজ রায় সরকার বলেন, ” দলে কোনও গুরুত্ব নেই। গুরুত্ব না পেয়ে ভুলভাল বলছেন।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।