সনাতন গড়াই, দুর্গাপুর দর্পণ, ১৩ মে ২০২৪: পাণ্ডবেশ্বরের বিজেপির পোলিং ক্যাম্পে ঢুকে বিজেপি কর্মীদের খোঁজ নিলেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি বলেন,”বিজেপি কর্মীদের মেরে হাত-পা ভেঙ্গে দিয়ে এখন আবার নাটক দেখাচ্ছে।” নির্বাচনের দিন শুরু রাজনৈতিক তরজা।
সকাল থেকেই ভোট দিয়ে পাণ্ডবেশ্বরে ছুটে বেড়াচ্ছেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। হঠাৎ তাঁকে দেখা গেল পাণ্ডবেশ্বরের ডালুরবাঁধে বিজেপির পোলিং ক্যাম্পে ঢুকতে। সেখানে চেয়ারে বসলেন। এবং জল দিয়ে মুখ ধুয়ে বিশ্রাম নিতে নিতেই সেরে নিলেন বিজেপি কর্মীদের খোঁজ খবর নেওয়া। জেনে নিলেন বিজেপি কর্মীরা ঠিকমতো ভোটকেন্দ্রে যেতে পারছে কিনা।
রাজ্যের ৮ কেন্দ্রে চলছে লোকসভা নির্বাচন। সকাল থেকেই দফায় দফায় অশান্তির খবর আসছে বিভিন্ন এলাকা থেকে। বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্র এবং আসানসোল লোকসভা কেন্দ্রেও বিভিন্ন প্রান্তে কোথাও পোলিং এজেন্টদের ঢুকতে বাঁধা হচ্ছে, কোথাও আবার কোথাও বিজেপি কর্মীদের মারধরের অভিযোগও উঠছে। সেই পরিস্থিতিতে পাণ্ডবেশ্বরে উঠে এল অন্য ছবি। বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি বলেন, “বিজেপি কর্মীদের মেরে হাত-পা ভেঙ্গে দিয়ে এখন আবার নাটক দেখাচ্ছে।” প্রসঙ্গত, এদিন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে এদিন পাণ্ডবেশ্বরে ঢুকতে দেওয়া হয়নি। পাণ্ডবেশ্বরে ঢোকার আগেই তাঁর গাড়ি আটকে দেওয়া হয়। বিরাট পুলিশ বাহিনী ঘিরে রাখে পুরো এলাকা। চলে পুলিশের সঙ্গে জিতেন্দ্র তিওয়ারির বচসা। শেষ পর্যন্ত জিতেন্দ্র তিওয়ারিকে আসানসোল ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিতে হয়।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500 )
জেলা তৃণমূল সভাপতি তথা পাণ্ডবেশ্বর এর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, “বিধায়ক হিসেবে সবার সাথেই যোগাযোগ রাখি আমি। আমি সকলের বিধায়ক। বিজেপি পোলিং এজেন্ট দিতে পারেনি, এটা তাদের ব্যর্থতা। আমাকে আগে বললে, আমি পোলিং এজেন্ট এরও ব্যবস্থা করতাম।” তিনি আরও জানান, কোথাও কোনো সমস্যা হচ্ছে কিনা সেই খোঁজ নিচ্ছি ঘুরে ঘুরে। তবে, সকাল থেকে শান্তিপূর্ণ ভোট হচ্ছে।”
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।