দুর্গাপুর দর্পণ, ১৩ মে ২০২৪: ভোটকে কেন্দ্র করে তৃণমূল বিজেপির সংঘর্ষে উত্তপ্ত দুর্গাপুরের আমরাই এলাকা। যত্রতত্র ছড়িয়ে ভাঙা বাইক। গোটা এলাকায় মোতায়েন দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী।
এদিন সকাল থেকে দুর্গাপুরের একাধিক জায়গায় তৃণমূল-বিজেপির সংঘর্ষের খবর আসে। বেলা বাড়তেই ফের তৃণমূল বিজেপির সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল আমরাই এলাকা। অভিযোগ, তৃণমূলের বাইক বাহিনী আচমকা হামলা চালায় বিজেপি কর্মীদের ওপর। ভাঙচুর চালানো হয়। আহত হন একাধিক বিজেপি কর্মী। খবর পেয়ে গোটা এলাকা ঘিরে ফেলে দুর্গাপুর থানার পুলিশ। তৃণমূল নেতা মণির মণ্ডলকে ঘিরে বিক্ষোভ দেখান এলাকাবাসী। তৃণমূল নেতা মনির মন্ডল বলেন,”যদি এই ঘটনার সঙ্গে দলের কেউ জড়িত থাকে, দল তাদের বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেবে।” এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।