দুর্গাপুর দর্পণ, ১৩ মে ২০২৪: পোলিং ক্যাম্পে হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের তানসেন এলাকায়। কয়েকজন তৃণমূলের কর্মী জখম। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভাঙচুর করা হয় সিপিআইএমের পোলিংবুথে। এই ঘটনাকে ঘিরে ব্য়াপক উত্তেজনা ছড়ায় এলাকায়।
জানা গিয়েছে, এদিন দুর্গাপুরের তানসেনে তৃণমূলের পোলিং ক্যাম্পে হামলার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। তছনছ করে দেওয়া হয় ক্যাম্প। অভিযোগ, তৃণমূল কর্মীদের মারধর করা হয়। বেশ কয়েকজন তৃণমূলের কর্মী জখম হন। আহতদের ভর্তি করা হয়েছে দুর্গাপুর ইস্পাত হাসপাতালে। পাশাপাশি সিপিআইএমের কার্যালয়েও ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে। তৃণমূল কর্মীরা এই ঘটনার পরেই বিজেপি কর্মীদের ধাওয়া করে। ব্যাপক উত্তেজনা পরিস্থিতি তৈরী হয়। পরিস্থিত সামাল দিতে মোতায়েন করা হয় দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী। পুরো ঘটনা জানিয়ে বামেদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে নির্বাচন কমিশনে।(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।