দুর্গাপুর দর্পণ, ১৮ মে ২০২৪: সোমবার পঞ্চম দফা নির্বাচন। ভোটের আগে আজ চলছে শেষ দিনের প্রচার। তাই সকাল থেকে সব দলেরই প্রার্থীরা বেড়িয়েছেন শেষ মুহুর্তের প্রচারে। হুগলি লোকসভা কেন্দ্রে বিজেপি ও তৃণমূল দুই দলেরই প্রচার চলছে জোড়কদমে। এক দিকে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় যেমন আত্মবিশ্বাসী অন্যদিকে তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় ও একবিন্দু মাটি ছাড়তে নারাজ।
( রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। NAAC স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের সেরা প্রতিষ্ঠান। যোগাযোগ- 8170031466)
এদিন গুড়াপে লকেট চট্টোপাধ্যায়ের সমর্থনে রোড শো করছেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ এদিন ছিলেন নিজের মেজাজেই। হুড খোলা গাড়িতে থাকলেও মানুষের সঙ্গে সংযোগ করতেও ভোলেন নি। বিজেপির এই রোড শো ঘিরে মানুষের উৎসাহ তুঙ্গে। আজ লকেট চট্টোপাধ্যায়ের সমর্থনে শেষ বেলার প্রচারে আসবেন শুভেন্দু অধিকারীও। রচনা বন্দ্যোপাধ্যায়কেও আজ প্রচার করতে দেখা গেল হুড খোলা গাড়িতে।(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।