দুর্গাপুর দর্পণ, ১৮ মে ২০২৪: রক্তাক্ত শিক্ষাঙ্গন। তৃণমূল ছাত্র পরিষদের গোষ্ঠীদ্বন্দ্বের জের। দুর্গাপুরের ‘মাইকেল মধুসূদন মেমোরিয়াল কলেজে বিভিন্ন অসামাজিক কাজকর্ম হয়, প্রতিবাদ করায় হামলা চালানো হয়’ এমনটাই দাবি কলেজেরই এক তৃণমূল ছাত্র পরিষদ কর্মী শেখ মহিউদ্দিনের।
ওই কলেজের তৃণমূল ছাত্র পরিষদের নিয়ন্ত্রন রয়েছে তৃণমূলের জেলা যুব সহ সভাপতি ইমরান খানের হাতে। অন্যদিকে, শেখ মহিউদ্দিন দুর্গাপুরের সরকারি মহাবিদ্যালয়ের ছাত্র সংগঠন নিয়ন্ত্রণ করা জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক শুভজ্যোতি মজুমদারের অনুগামী হিসাবে পরিচিত। মহিউদ্দিনের অভিযোগ, ইমরানের অনুগামীরা তাঁর উপরে চড়াও হয়।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
শেখ মহিউদ্দিনের অভিযোগ, শুক্রবার দুপুরে কলেজ থেকে যখন বাড়ি ফিরছিলেন তখন ইমরানের অনুগামীরা হামলা চালায়। তাঁর দাবি, কলেজে বিভিন্ন অসামাজিক কাজকর্ম হয়। সেই বিষয়ে প্রতিবাদ করায় এই হামলা। তাঁদের কয়েকজনকে কলেজের একটি ঘরে আটকে রেখে ব্যাপক মারধর করা হয়। কোনও ক্রমে সেখান থেকে পালিয়ে যান তাঁরা। দুর্গাপুর থানায় অভিযোগ জানানো হয়।
তৃণমূলের জেলা যুব সহ সভাপতি ইমরান বলেন, কলেজের খেলা নিয়ে গন্ডগোল বাঁধে। দল এই বিষয়ে জড়িত নয়। পুরো ঘটনা বিরোধীদের চক্রান্ত। অন্যদিকে, জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক শুভজ্যোতি বলেন, তৃণমূল ছাত্র পরিষদ পুরো ঘটনার সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িত। ছাত্র সংগঠনের তিনজন দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। পুরো ঘটনা উচ্চ নেতৃত্বকে জানানো হয়েছে। ঘটনার খবর পাওয়া মাত্রই শুভজ্যোতিরা হাসপাতালে যান। পুরো ঘটনাকে কেন্দ্র করে কলেজে থমথমে পরিবেশ। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।