দুর্গাপুর দর্পণ, ২৫ মে ২০২৪: গত ১১ মে রাতে পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুর শহরের বেনাচিতি সংলগ্ন ধুনরাপ্লটের সত্যজিৎ পল্লীতে ৭৫ বছরের প্রৌঢ়া গোলাবি দেবীর রক্তাক্ত দেহ উদ্ধার হয় বাড়ির শৌচাগার থেকে। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। তাঁর মেয়ে থানায় খুনের অভিযোগ দায়ের করেন। পুলিশ তদন্ত শুরু করে।
ময়নাতদন্তের রিপোর্টে জানা যায়, বৃদ্ধার মাথায় ভারি কিছু দিয়ে আঘাত করা হয়েছিল। শেষ পর্যন্ত শুক্রবার রাতে মৃতার ছেলে রাজেন্দ্র ও মেয়ে উমাকে বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। জানা গিয়েছে, বৃদ্ধার নামে একটি জমি ও একটি বাড়ি ছিল। জমিটি আগেই বিক্রি হয়েছে। ছেলে ও বৌমা বাড়িটি তাঁদের নামে করে দেওয়ার জন্য চাপ দিচ্ছিল দীর্ঘদিন ধরে যা নিয়ে বাড়িতে অশান্তি লেগে থাকত।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
পুলিশ ইতিমধ্যেই ধৃত দুজনকে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করেছে। কথা বলেছে প্রতিবেশীদের সঙ্গেও। শনিবার ধৃতদের দুর্গাপুর আদালতে তোলা হয়। বিচারক জামিন না মঞ্জুর করে তাদের ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। ধৃতদের জেরা করে ঘটনার পুনর্নিমাণ করা হতে পারে বলে জানিয়েছে পুলিশ। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।