দুর্গাপুর দর্পণ ডেস্ক, ৩১ মে ২০২৪: ইংল্যান্ড থেকে ১ লক্ষ কেজি সোনা ভারতে ফিরিয়ে আনল রিজার্ভ ব্যাঙ্ক (RBI)। এ দেশের সোনার দুই তৃতীয়াংশ গচ্ছিত রয়েছে বিদেশে। বেশির ভাগটাই ছিল ব্যাঙ্ক অফ ইংল্যান্ডে (Bank of England)। সেখান থেকেই প্রায় ১০০ টন সোনা দেশে ফিরিয়ে এনেছে রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank)। রিজার্ভ ব্যাঙ্ক সূত্রের দাবি, এই মুহূর্তে দেশে মোট গচ্ছিত সোনার পরিমাণ ৮২২ টন।
রিজার্ভ ব্যাঙ্ক সূত্রের খবর, বিদেশে বিপুল সোনা গচ্ছিত রাখার জন্য বিপুল অঙ্কের ভাড়া দিতে হত। সোনা ফিরিয়ে আনলে আর ভাড়া দিতে হবে না। তাছাড়া দেশের মাটিতে সোনা রাখার নিরাপদ ব্যবস্থাও তৈরি হয়েছে। প্রসঙ্গত, ১৯৯১ সালে দেশের আর্থিক অবস্থা চরম খারাপ হওয়ায় প্রায় ২০ টন সোনা বিদেশে বন্ধক রাখতে হয়েছিল।
( রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। NAAC স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের সেরা প্রতিষ্ঠান। যোগাযোগ- 8170031466)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।