দুর্গাপুর দর্পণ, ৩১ মে ২০২৪: সংস্কার শুরু হওয়ার দুই দিনের মধ্যেই বন্ধ হয়ে গেল রাস্তার কাজ। দীর্ঘদিন ধরে দুর্গাপুরের ৩০ নন্বর ওয়ার্ডের হিন্দ কলোনির একটি রাস্তা বেহাল হয়ে পড়েছিল। সরকারি স্তরে নানা জায়গায় বলেও কাজ না হওয়ায় স্থানীয় একটি বেসরকারি কারখানা কর্তৃপক্ষের কাছে রাস্তার আর্জি জানান এলাকার মানুষ। তাতে কাজ হয়।
দিন তিনেক আগে রাস্তার সংস্কার কাজ শুরু করেন কারখানা কর্তৃপক্ষ। কিন্তু শুক্রবার কংক্রিটের কাজ শুরু হওয়ার মুখে সেই কাজ বন্ধ হয়ে যায়। এলাকাবাসী ক্ষোভে ফেটে পড়েন। কারখানার গেটের সামনে তুমুল বিক্ষোভ শুরু করে দেন তাঁরা। তাঁদের অভিযোগ, কাজ বন্ধ করিয়েছেন এলাকার প্রভাবশালী এক নেতা। স্থানীয় প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে বার বার বলেও কাজ না হওয়ায় তাঁরা কারখানা কর্তৃপক্ষর দ্বারস্থ হয়েছিলেন। এখন সেই কাজও প্রভাব খাটিয়ে বন্ধ করে দেওয়া হল।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500 )
স্থানীয় বাসিন্দারা জানান, বর্ষা নামলেই এই রাস্তা জলে ডুবে যায়। বস্তির ঘরে ঘরে জল ঢুকে যায়। এরই মধ্যে একটি নিকাশি নালা আরও বিপদ বাড়িয়েছে। বহুবার শাসক দলের স্থানীয় নেতা থেকে শুরু করে প্রাক্তন কাউন্সিরকে বলা হয়েছিল কিন্তু কাজ কিছুই হয়নি। এদিন বিক্ষোভের জেরে কারখানার গেট দীর্ঘক্ষণ বন্ধ থাকে। শেষ পর্যন্ত কারখানা কর্তৃপক্ষ ৬ জুনের পর ফের রাস্তা সংস্কারের কাজ শুরুর প্রতিশ্রুতি দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
কারখানা কর্তৃপক্ষের তরফে কৌশিক মুখোপাধ্যায় সংবাদমাধ্যমকে জানান, যেহেতু আদৰ্শ নির্বাচন বিধি কার্যকর রয়েছে তাই কাজটা এখনই শুরু করা যাবে না। ৬ জুনের পর রাস্তা সংস্কারের কাজ শুরু হবে। যদিও স্থানীয়দের প্রশ্ন, তাহলে কীভাবে নির্বাচনী আচরণ বিধি কার্যকর থাকা সত্ত্বেও দিন তিনেক আগে রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছিল? যদিও প্রভাবশালীর তত্ত্ব মানতে রাজি হননি ৩ নম্বর ব্লক তৃণমূল সভাপতি ভীম সেন মন্ডল। তিনি বলেন, “এই বিষয়ে কিছুই জানি না।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।