দুর্গাপুর দর্পণ, ৩ জুন ২০২৪: লাগাতার ধর্ষণের জেরে অন্তঃসত্ত্বা নাবালিকা। তার পরিচারিকা মাকে হুমকি দিয়ে তাকে দিনের পর দিন ধর্ষণ করেছে এক স্কুল শিক্ষক। পুলিশ এমন অভিযোগ পেয়ে পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের নিউ টাউনশিপ থানা এলাকা থেকে অভিযুক্ত স্কুল শিক্ষক সুশান্ত পন্ডিতকে গ্রেফতার করেছে। সোমবার ধৃতকে দুর্গাপুর আদালতে তোলা হয়। অভিযুক্ত দাবি করেন, মিথ্যা অভিযোগ এনে তাঁকে ফাঁসানো হয়েছে।
জানা গিয়েছে, অভিযুক্ত শিক্ষকের বাড়িতে মেয়েকে নিয়ে পরিচারিকার কাজ করতে যেতেন এক মহিলা। তাঁর দাবি, শরীর খারাপ থাকায় তাঁর মেয়েকে কাজে পাঠাতে বলে অভিযুক্ত। অভিযোগ, বাড়িতে একা পেয়ে তাঁর মেয়েকে ধর্ষণ করে ওই শিক্ষক। বাবা-মাকে জানালে খুন করে ফেলা হবে, এই হুমকি দিয়ে লাগাতার ধর্ষণ চলতে থাকে।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500 )
সম্প্রতি মেয়ের পেটে ব্যথা হলে সে তার পিসিকে বিষয়টি জানায়। দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে বোঝা যায় সে করায়। চিকিৎসার পরেই বোঝা যায় ওই নাবালিকা অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। নির্যাতিতার মা জানান, তাঁরা সঙ্গে সঙ্গে যোগাযোগ করেন ২৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর লাভলী রায়ের সঙ্গে। তিনি অবিলম্বে থানায় অভিযোগ দায়ের করতে বলেন।
দুর্গাপুর-ফরিদপুর ব্লকের জেমুয়া এলাকার একটি প্রাথমিক স্কুলে শিক্ষকতা করে অভিযুক্ত। তিনি আবার তৃণমূলের সঙ্গে যুক্ত বলে বিরোধীদের অভিযোগ। তার কঠোর শাস্তি দাবি করে রবিবার নিউ টাউনশিপ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় নাবালিকার পরিবারের তরফে। সোমবার পুলিশের হেফাজত চেয়ে ধৃতকে তোলা হয় দুর্গাপুর আদালতে। লাভলি বলেন, “এই ধরণের ঘটনা কোনভাবেই বরদাস্ত করা হবে না। দলের তরফ থেকেও কড়া ব্যবস্থা নেওয়া হবে।” যদিও অভিযুক্ত শিক্ষক সুশান্ত পন্ডিত দাবি করেন, তিনি কোনও দলের সঙ্গে যুক্ত নন। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।