সাইবার ক্রাইম থেকে বাঁচবেন কিভাবে? গুরুত্বপূর্ণ কর্মশালা করল রাজেন্দ্র অ্যাকাডেমি ফর টিচার্স এডুকেশন

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, ৭ জুন ২০২৪: ইন্টারনেট বা অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে বেআইনি কাজ বা অপরাধকে সাইবার ক্রাইম বলা হয়। সাইবার অপরাধের শিকার হওয়ার পরে অনেকে চাইলেও অপরাধীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে পারেন না। অধিকাংশ মানুষের সাইবার সিকিউরিটি সম্পর্কে অজ্ঞতা, সাইবার আইন সম্পর্কে সঠিক জ্ঞানের অভাব প্রভৃতি কারণে সাইবার অপরাধীরা বহু সময়ে পার পেয়ে যায়। নিত্য নতুন অপরাধের নতুন নতুন পন্থা নিয়ে হাজির হয় তারা।

সাইবার ক্রাইম সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে শুক্রবার পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের গোপালপুরে শুক্রবার রাজেন্দ্র অ্যাকাডেমি ফর টিচার্স এডুকেশনের পক্ষ থেকে Critical Threats of our Data and Privacy শীর্ষক কর্মশালার আয়োজন করা হয়। একটি বেসরকারি সাইবার সিকিউরিটি সংস্থার সহযোগিতায় কলেজের তপন কুমার চক্রবর্তী মেমোরিয়াল হলে ওই কর্মশালায় সাইবার প্রতারণার নানা দিক তুলে ধরা হয়। পড়ুয়া ও শিক্ষকদের সচেতন করে তোলার জন্য এই কর্মসূচী নেওয়া হয় বলে জানান কলেজ কর্তৃপক্ষ। কর্মশালায় অংশগ্রহণকারীদের বিশেষ শংসাপত্র প্রদান করা হয়।

( রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। NAAC স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের সেরা প্রতিষ্ঠান। যোগাযোগ- 8170031466)

ওই কর্মশালায় ওটিপির মাধ্যমে কিভাবে ব্যাঙ্ক থেকে টাকা তুলে নেওয়ার প্রতারণা চক্র কাজ করছে, আধারের ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে কিভাবে টাকা তুলে নেওয়া হচ্ছে, কার্ডের কেনাকাটা করার পরে সেই কার্ডের নকল বানিয়ে কিভাবে প্রতারণা চলছে প্রভৃতি ছাড়াও সোশ্যাল মিডিয়া স্ক্যাম, হোয়াটসঅ্যাপ ভিডিও কল স্ক্যাম প্রভৃতি বিষয় তুলে ধরেন উপস্থিত বিশেষজ্ঞরা। তাঁরা পরামর্শ দেন, সাইবার ক্রাইম থেকে বাঁচতে গেলে নিজেকে সচেতন থাকতে হবে প্রতি মূহূর্তে। তা না হলেই প্রতারক চক্রের খপ্পরে পড়তে হবে। কর্মশালায় উপস্থিত ছাত্র-ছাত্রীরা কলেজ কর্তৃপক্ষের কাছে ভবিষ্যতে এই ধরণের কর্মশালা আরও আয়োজন করার আবেদন জানিয়েছেন। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!