দুর্গাপুর দর্পণ, ৮ জুন ২০২৪: চুরি যাওয়া মোবাইলগুলি উদ্ধার করে মালিকদের হাতে তুলে দেওয়ার জন্য শনিবার দুর্গাপুর থানায় ‘ফিরে পাওয়া’ কর্মসূচীর আয়োজন করা হয়েছিল। এদিন ৩৫ টি স্মার্টফোন সহ ১টি ল্যাপটপ ফিরিয়ে দেওয়া হয় মালিকদের হাতে। চুরি যাওয়া মোবাইল ও ল্যাপটপ ফিরে পেয়ে খুব খুশী সবাই।
শনিবার দুপুরে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিশনারেটের এসিপি (দুর্গাপুর) সুবীর রায়, সার্কেল ইন্সপেক্টর ও দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক প্রসেনজিৎ রায়। এসিপি বলেন, মোবাইল হারিয়ে দুর্গাপুর থানায় অনেকে অভিযোগ করেছিলেন। তদন্তে নেমে পুলিশ জেলা ও ভিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে মোবাইল এবং ল্যাপটপ উদ্ধার করে। কমিশনারেট সব সময় মানুষের পাশে আছে।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।