দুর্গাপুর দর্পণ, ৯ জুন ২০২৪: বর্ধমান-দুর্গাপুর লোকসভায় জয়ী হয়েছেন তৃণমূলের কীর্তি আজাদ। কিন্তু দুর্গাপুর পুর এলাকায় লোকসভা ভোটে ফের ভরাডুবি হয়েছে তৃণমূলের। ৪৩টি ওযার্ডের মধ্যে মাত্র ১০টি ওয়ার্ডে এগিয়ে রয়েছে তৃণমূল। পুরসভার মেয়াদ শেষ হয়েছে প্রায় ২ বছর আগে। ফলে এবার পুরভোট করতেই হবে। লোকসভার ফল দেখে স্বাভাবিক ভাবেই উদ্বিগ্ন তৃণমূল নেতৃত্ব। স্থানীয় সাংগঠনিক দুর্বলতার কথা মেনে নিয়ে ইতিমধ্যেই বিশ্লেষণ করা শুরু হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী প্রদীপ মজুমদার।
লোকসভা নির্বাচনের ঠিক আগে দলের তরফে দায়িত্বে থাকা রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস শহরের প্রাক্তন কাউন্সিলর ও দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকে ওয়ার্ড ধরে ধরে ‘হিসাব’ চান। সেখানে সবাই বড় মার্জিনে জেতার কথা বললেও আদতে হয়েছে উল্টো। দুর্গাপুর পূর্বের থেকে বেশি হাল খারাপ দুর্গাপুর পশ্চিম বিধানসভায়। পশ্চিম বিধানসভায় মোট ওয়ার্ড ২৭ টি। এর মধ্যে মাত্র ৫ টি ওয়ার্ডে এগিয়ে রয়েছে তৃণমূল। সেগুলি হল ১২, ১৪, ৩১, ৩৫ ও ৪১ নম্বর ওয়ার্ড।
( Dr. BC Roy Engineering College & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। যোগাযোগ- 933927844, 9832131164, 9932245570, 9434250472)
অন্যদিকে, পূর্ব বিধানসভার মধ্যে রয়েছে ১৬টি ওয়ার্ড। সেখানে ১, ২, ৩, ২৩ ও ২৫ নম্বর ওয়ার্ডে জয় পেয়েছে তৃণমূল। প্রাক্তন মেয়র ও বর্তমানে দুর্গাপুর পুরসভার প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায়ের ২২ নম্বর ওয়ার্ডে ১৩৫১ ভোটে পিছিয়ে গিয়েছে তৃণমূল। প্রশাসকমণ্ডলীর ৫ জন সদস্যের মধ্যে ১৪ নম্বর ওয়ার্ডে রাখি তিওয়ারি ১৭০৭ এবং ২৫ নম্বর ওয়ার্ডে দীপঙ্কর লাহা ৩৯১ ভোটের লিড দিতে পেরেছেন। দুর্গাপুর পশ্চিম বিধানসভার ১২ নম্বর ওয়ার্ডে সর্বোচ্চ ১৯৬৯ ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল। অন্যদিকে, দুর্গাপুর পূর্ব বিধানসভার ১০ নম্বর ওয়ার্ডে সর্বনিম্ন ৩৯ ভোটে পিছিয়ে রয়েছে শাসকদল। বিজেপি ১৩ নম্বর ওয়ার্ডে সর্বোচ্চ ১৮৯২ ভোটে এগিয়ে রয়েছে।
যে সমস্ত ওয়ার্ডে দল পিছিয়ে পড়়েছে, সেই সব ওয়ার্ডে পুরভোটের আগে আমূল সাংগঠনিক রদলবদলের পরিকল্পনা শুরু করে দিয়েছেন তৃণমূলের জেলা নেতৃত্ব। মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, “আমাদের কিছু সাংগঠনিক ব্যর্থতার জন্যেই পুর এলাকায় খারাপ ফল হয়েছে। পর্যালোচনা শুরু হয়েছে। ভোটের আগেই দুর্বলতা মেরামত করা হবে।” দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই বলেন, “পুরসভার ৩৩ টি ওয়ার্ডে আমরা জয়লাভ করেছি। সেই সব ওয়ার্ডের বাসিন্দাদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি, অকথ্য ভাষায় গালিগালাজ করা হচ্ছে। পুলিশ যদি ব্যবস্থা না নেয় তাহলে বৃহত্তর আন্দোলনে নামব।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।