দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১২ জুলাই ২০২৪: প্রায় সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে নতুন করে সেজে উঠল ইন্ডোর স্টেডিয়াম। পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের সিধু কানু ইন্ডোর স্টেডিয়ামের সংস্কার করল দুর্গাপুর পুর নিগম। এই স্টেডিয়াম আগে বিভিন্ন অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হতো। এখন থেকে শুধু খেলার জন্যই এই স্টেডিয়াম ব্যবহার করা হবে বলে জানান পুর নিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায়।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500 )
এই স্টেডিয়ামে মাঝে মধ্যেই বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে। স্থানীয়, রাজ্য এমনকী জাতীয় স্তরের প্রতিযোগিতাও আয়োজিত হয় এখানে। স্টেডিয়ামের ফ্লোর নষ্ট হয়ে গিয়েছিল। নতুন করে পুরো ফ্লোর তৈরি করা হয়েছে। এছাড়া অন্যান্য সংস্কার কাজও হয়েছে। শুক্রবার দুপুরে উদ্বোধন করেন চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায়, প্রশাসক মন্ডলীর সদস্য দীপঙ্কর লাহা সহ পুরসভার আধিকারিকরা। অনিন্দিতা মুখোপাধ্যায় বলেন, লাইটের কাজ হয়েছে। সুন্দর সুন্দর ছবি আঁকা হয়েছে। বাগান তৈরি করা হয়েছে স্টেডিয়াম চত্বরে। ভবিষ্যতে বাতানুকূল করারও পরিকল্পনা রয়েছে। (বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।