দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২৭ জুলাই ২০২৪: হাসপাতালে চাকরি দেওয়ার নামে প্রতারণা। গ্রেফতার হাসপাতালেরই নার্স। পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের ঘটনা। নিউ টাউনশিপ থানা এলাকার বিধান নগরের একটি বেসরকারি হাসপাতালের মেল নার্স আশানুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ, হাওড়ার দুই যুবক এবং দুর্গাপুরের এক যুবককে ওই হাসপাতালে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে দফায় দফায় টাকা নিয়েছে সে। টাকা দিয়েও চাকরি না হওয়ায় ওই যুবকেরা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ জানিয়েছিলেন। এরপরেই শুক্রবার হাসপাতাল কর্তৃপক্ষ নিউ টাউনশিপ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। রাতেই আশানুরকে গ্রেফতার করে পুলিশ।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আশানুরের আসল বাড়ি বীরভূম জেলার দুবরাজপুর থানার ব্রাহ্মণ ডিহি গ্রামে। তবে বর্তমানে সে থাকে ফরিদপুর (লাউদোহা) থানা এলাকার বিজরা গ্রামে। হাওড়ার অর্ঘ্য জানা ও সোহম মন্ডল এবং দুর্গাপুরের সুদীপ দাসের কাছে সে চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়েছে বলে অভিযোগ। তিন যুবকের কাছ থেকে অভিযোগ পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। শনিবার আশানুরকে দুর্গাপুর আদালতে তোলা হয়। বিচারক তার জামিনের আবেদন নাকচ করে দেন। তাকে দুই দিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক। পুলিশ জানিয়েছে আশানুরকে জেরা করে তিন যুবকের টাকা উদ্ধারের চেষ্টা করা হবে। (বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।