দুর্গাপুর শহরের বেহাল রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করল বিজেপি

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: শুক্রবার বিকালে রাস্তা সংস্কারের দাবিতে দুর্গাপুরের স্টেশন সংলগ্ন রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি। দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুইয়ের নেতৃত্বে বিজেপি যুব মোর্চার বিক্ষোভে প্রায় আধঘন্টা ধরে অবরুদ্ধ হয়ে পড়ে ওই রাস্তা। আটকে যায় যানবাহন। দ্রুত রাস্তা সংস্কারের দাবি জানিয়ে রাস্তায় বসে পড়েন বিজেপি কর্মীরা।

বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই বলেন, “দুর্গাপুর স্টেশন এবং দুর্গাপুর বাস স্ট্যান্ড থেকে রাজ্য সড়কে যেতে হলে এই রাস্তা ধরে যেতে হয়। রাস্তা পুরো বেহাল হয়ে পড়েছে। উল্টে যাচ্ছে বাস, টোটো,অটো। রাস্তা সংস্কারের দাবি করা হলেও কোনও ব্যবস্থা নেয়নি দুর্গাপুর নগর নিগম আর আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ। তাই আমরা প্রতিবাদে রাস্তায় নেমে আন্দোলন করছি। দ্রুত রাস্তা সংস্কার না হলে বৃহত্তর আন্দোলন হবে।”

(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500 )

এ বিষয়ে জেলা তৃণমূলের সহ-সভাপতি উত্তম মুখোপাধ্যায় বলেন, “রাজ্য সরকার সব সময় রাজ্যের উন্নয়নের কথা ভাবে। এই রাস্তাও দ্রুত সংস্কার করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবে প্রশাসন। বিজেপি এখন কোনও ইস্যু না পেয়ে মানুষকে দুর্ভোগে ফেলতে রাস্তা অবরোধ করছে।” এই বিক্ষোভের জেরে প্রায় আধঘন্টা ধরে অবরুদ্ধ হয়ে পড়ে দুর্গাপুর বাসস্ট্যান্ড সংলগ্ন গুরুত্বপূর্ণ রাস্তা। পুলিশের আশ্বাসে শেষ পর্যন্ত বিক্ষোভ ওঠে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

দুর্গাপুর শহরের বেহাল রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করল বিজেপি
দুর্গাপুর শহরের বেহাল রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করল বিজেপি
দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুইয়ের নেতৃত্বে বিজেপি যুব মোর্চার বিক্ষোভে প্রায় আধঘন্টা ধরে অবরুদ্ধ হয়ে পড়ে ওই রাস্তা। আটকে যায় যানবাহন।
Published By
DURGAPUR DARPAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!