দুর্গাপুর: বাথরুম থেকে উদ্ধার প্রবীণ দম্পতির ঝুলন্ত দেহ। খুনের অভিযোগে উত্তাল এলাকা। দুর্গাপুরের কোকওভেন থানার সগরভাঙা গ্রামের ঘটনা। ছেলে ও বৌমার বিরুদ্ধে খুনের অভিযোগ তুলে সোচ্চার স্থানীয়রা। অবিলম্বে তাদের গ্রেপ্তারের দাবিতে বাড়ির সামনে বিক্ষোভ শুরু করেন তারা। পুলিশ এলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান ওই দম্পতির মেয়ে, আত্মীয় স্বজন ও গ্রামের বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে ৮৬ বছরের নির্মলেন্দু ব্যানার্জী ও ৮৪ বছরের ইলা ব্যানার্জীর ঝুলন্ত দেহ পুলিশ বাড়ির বাথরুম থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। দশমীর রাতে বাড়ির বাথরুমে ঝুলছে বাবা- মা। ছেলে-বৌমা সুর করে কাঁদছে। দৌড়ে আসেন স্থানীয়রা। পরিস্থিতি দেখে তাদের সন্দেহ হয়, বৃদ্ধ দম্পতিকে খুন করা হয়েছে। রাতেই চলে আসেন মেয়ে চৈতালি ব্যানার্জি। দাদা বৌদির বিরুদ্ধে ক্ষোভ ফেটে পড়েন তিনি।
খুনের অভিযোগ এনে রবিবার সকালে মৃত দম্পতির অভিযুক্ত ছেলে বিপ্লব ব্যানার্জী ও তার স্ত্রী অপর্ণাকে ঘিরে ধরে ব্যাপক বিক্ষোভ দেখান মৃত দম্পতির মেয়ে চৈতালি ও পরিবার পরিজন। সঙ্গে যোগ দেন স্থানীয়রা। চৈতালি অভিযোগ করেন, “মা-বাবাকে প্রতিদিন মানসিকভাবে শারীরিকভাবে অত্যাচার করত দাদা বৌদি। সম্পত্তি হাতানোর ছক দীর্ঘদিন থেকে করেছিল। সম্পত্তি হাতিয়েও নিয়েছিল। তারপরেও নির্মমভাবে খুন করে দিল। আমরা কঠোর শাস্তি চাইছি।” এলাকাবাসী রুমা দেবনাথ বলেন, “মেয়ের কাছে যেতে দিত না বৃদ্ধ-বৃদ্ধাকে। মেয়ের কাছে গেলেই আত্মহত্যা করার ভয় দেখাত বিপ্লব আর তার বউ। সেই ভয়ে যেতেও পারত না। শেষমেষ সব সম্পত্তি হাতিয়ে দশমীর রাতে খুন করে দিল। আমরা কঠোর শাস্তির দাবি করছি।”
( BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
সবার অভিযোগ, টাকার জন্য প্রতিনিয়ত বাবা-মায়ের উপর মানসিক নির্যাতন চালাতো ছেলে বৌমা। অশান্তি লেগেই থাকতো। চলতো মারধর। চাহিদা মত টাকা না পেয়েই বাবা- মাকে খুন করে বাথরুমে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ মেয়ের। পুলিশ কোন রকমে উত্তেজিত জনতার হাত থেকে পুলিশ অভিযুক্ত ছেলে ও তার স্ত্রীকে থানায় আটক করে নিয়ে যায়। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।