দুর্গাপুর: শহরের ভিতর দিয়ে বয়ে যাচ্ছে নদীর মতো স্রোত। ডুবে গিয়েছে বিস্তীর্ণ এলাকা। রাতভর বৃষ্টিতে শোচনীয় পরিস্থিতি দুর্গাপুর শহরের বহু অংশে। রাতভর বৃষ্টির জেরে সেপকো টাউনশিপের একাংশ, গভর্নমেন্ট কলেজের পাশের বস্তি, এনআইটির সামনের রাস্তা, ৫৪ফুট, সারদাপল্লী, শ্রীনগরপল্লী, আনন্দপুরী, মেন গেটের একাংশ, এমএএমসি এলাকার শরৎ পল্লি, রবীন্দ্র পল্লি সহ বহু জায়গা কার্যত জলের তলায়। অনেকেই জানিয়েছেন, গত ৩০ বছরে এমন দৃশ্য দেখেননি।
( BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
এনআইটির সামনের রাস্তায় বাইক ভেসে যেতে দেখা যায়। ৫৪ ফুট থেকে চারচাকা গাড়ি ভাসতে ভাসতে চলে আসে তপোবন এলাকায়। গভর্নমেন্ট কলেজের অধ্যক্ষ ড. দেবনাথ পালিত জানিয়েছেন, শ্রেণীকক্ষ ও শৌচাগার খুলে দিয়েছেন কলেজ কর্তৃপক্ষ। পাশের দুটি বস্তি থেকে জলমগ্ন মানুষজনকে কলেজে আশ্রয় দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। সেপকো টাউনশিপের জলমগ্ন বাসিন্দারা জানিয়েছেন, আগে কখনও তাঁদের এলাকা এভাবে ডোবেনি। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।