দুর্গাপুর: জলের স্রোতে ভেসে গেল বাইক। সটান চলে গেল হাইড্রেনের ভিতরে। অল্পের জন্য রক্ষা পেলেন আরাহী। ভয়াবহ ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির (এনআইটি) সামনে। বুধবার রাতভর বৃষ্টির জেরে গোটা দুর্গাপুর জলমগ্ন। ভোর থেকেই জলের তলায় চলে যায় বহু রাস্তা। দুর্গাপুরের গান্ধী মোড় থেকে এনআইটি হয়ে ডিএসপি টাউনশিপ ঢোকার রাস্তাও কার্যত নদীর রূপ নেয়।
বৃহস্পতিবার সকালে এ-জোনের শিবাজী রোড থেকে যুবক সোমনাথ চক্রবর্তী বাইক নিয়ে এনআইটির সামনের জলমগ্ন রাস্তা ধরে ইন্ডিয়ান অয়েল বটলিং প্ল্যান্টে কাজে যাচ্ছিলেন। আচমকে জলের প্রবল স্রোতে নিয়ন্ত্রণ হারায় বাইক। বাইক সহ স্রোতে ভেসে যাচ্ছিলেন তিনি। কোনও রকমে নিজে প্রাণ বাঁচান। কিন্তু চোখের সামনেই বাইকটি ভেসে চলে যায়। সেটি ঢুকে যায় ম্যানহোলে।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
ঘটনা জানাজানি হতেই এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বিষয়টি জানানো হয় দুর্গাপুর থানায়। সোমনাথ বলেন, “আমি জলের স্রোতের টানে বাইক থেকে পড়ে যাই। বাইকটিকে আগলে রাখার চেষ্টা করলে বাইকের সঙ্গে আমাকেও জলের স্রোত টানতে থাকে। বাইকটি ছেড়ে দিয়ে কোনওক্রমে প্রাণে বেঁচেছি। পাশের নিকাশী নালার ভিতর দিয়ে ভেসে যায় বাইকটি। কী করে বাইকটি ফিরে পাবো বুঝতে পারছি না।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।