কাঁকসা: ছিল না ইঞ্জিন। সেই গাড়ির বনেটের তলায় খেলতে গিয়ে আগুন লেগে ঝলসে গেল চার শিশু। ব্যাপক চাঞ্চল্য কাঁকসার কাওয়ারিপট্টি এলাকায়। আশঙ্কাজনক অবস্থায় দুই শিশুকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে এবং আরও দুই শিশুকে বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। জখম শিশুদের বয়স ৫ থেকে ৮ বছরের মধ্যে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কাওয়ারিপট্টি এলাকায় একটি পুরনো বোলেরো দাঁড়িয়ে আছে বহুদিন। ইঞ্জিন খুলে নেওয়া হয়েছে। গাড়ির বনেটের নিচে আগুন নিয়ে খেলা করছিল পানাগড় রাইস মিল রোডের ৪ জন শিশু। তখনই দুই শিশুর শরীরে আগুন লেগে যায়। বাকি দুই শিশু বেরোনোর চেষ্টা করলে তারাও আটকে যায়। তাদের আর্তনাদ শুনে ছুটে আসেন এলাকাবাসী। তাঁরা কোন রকমে চার শিশুকে উদ্ধার করেন। জখম শিশুরা হল বছর আটেকের আরুশি সাউ, বছর পাঁচেকের আয়ুষ সাউ, বছর ছয়েকের শিবা সিং এবং বছর পাঁচেকের গোলু সিং।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
এলাকার পঞ্চায়েত সদস্য জিতেন্দ্র পাশোয়ান বলেন, “পুরনো বোলেরোর বনেটের নিচ্ছে প্রায় দিনই খেলা করে বাচ্চারা। আজ আচমকা আগুন জ্বালিয়ে দেয় তারা। সেই আগুন লেগে ঝলসে যায় তারা। আমরা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছি। তবে গাড়িটি কার তা এখনও জানা যায়নি। পুলিশ তদন্ত করে দেখছে।” আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি কাঁকসা সুমন কুমার জয়সওয়াল বলেন, “প্রাথমিকভাবে জানতে পেরেছি, পুরনো গাড়ির নিচে আগুন নিয়ে খেলতে গিয়ে এই ঘটনা। এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কী না, তা তদন্ত করে দেখা হচ্ছে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।