দুর্গাপুর: ২০১৮ সালের ৯ ডিসেম্বর কাঁকসার মলানদিঘীর সরস্বতীগঞ্জের জঙ্গলে দুষ্কৃতীদের গুলিতে খুন হন বিজেপির বুথ সভাপতি সন্দীপ ঘোষ। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সহযোগিতায় মৃত্যুর ছ’বছর পরে সন্দীপের পূর্ণাবয়ব মূর্তি বসিয়ে দোষীদের হুঁশিয়ারি দিলেন বিজেপি নেতারা। সোমবার প্রয়াত সন্দীপের বাবা বিজয় ঘোষকে সঙ্গে নিয়ে সন্দীপের পূর্ণাবয়ব মূর্তি বসিয়ে মাল্যদান করেন বিজেপির বর্ধমান সাংগঠনিক জেলার সভাপতি অভিজিৎ তা, সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, সাধারণ সম্পাদক অভিজিৎ দত্ত সহ অন্যান্য বিজেপি নেতারা।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন,”অবৈধ কারবারিদের বিরুদ্ধে গর্জে উঠেছিল বুথ সভাপতি সন্দীপ। তাই তাকে গুলি করে হত্যা করা হয়। বিদবিহারের জাঠগড়িয়া, মলানদিঘী, গোপালপুরের যারা এই ঘটনার সাথে যুক্ত তাদের ২০২৬ সালের মধ্যে জেলে যেতে হবে। আমরা কলকাতা হাইকোর্টে ইতিমধ্যেই সিবিআই তদন্তের আর্জি জানিয়েছি। সিবিআই তদন্ত হবেই। শাস্তি পাবেই দোষীরা।” জেলা সভাপতি অভিজিৎ তা বলেন, “আইনের উপর আমাদের আস্থা আছে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।